সম্রাটের জামিন বাতিল, আত্মসমর্পনের নির্দেশ
2022-05-18 19:09:37

ঢাকা, মে ১৮: আয়-বহির্ভূত সম্পদ অর্জনের আলোচিত মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছেন বাংলাদেশের হাইকোর্ট।

বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ সম্রাটের জামিন বাতিল করেন। একই সঙ্গে সম্রাটকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় জামিন পেয়েছিলেন সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত বিশেষ শর্তে ৯ জুন পর্যন্ত সম্রাটের জামিন মঞ্জুর করেছিলেন।

এরপর জামিন স্থগিত ও বাতিল চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিভিশন আবেদন করে দুদক। সেই আবেদনের শুনানি নিয়ে জামিন বাতিল করলেন হাইকোর্ট।

২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বাংলাদেশের ক্ষমতাসীন দলের একজন বিতর্কিত রাজনৈতিক কর্মী সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব।

অভি/শান্তা