বাংলাদেশে প্রথমবারের মতো আর্থিক প্রতিষ্ঠান মেলা
2022-05-18 19:22:16

ঢাকা, মে ১৮: বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘এনবিএফআই মেলা ২০২২’বা আর্থিক প্রতিষ্ঠান মেলা। দেশের শীর্ষ সব নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাদের সেবা নিয়ে মেলায় অংশ নিয়েছে।

বুধবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। যৌথভাবে এ মেলার আয়োজন করছে বণিক বার্তা ও বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোভিডের অভিঘাত কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। সব বাধা কাটিয়ে দেশের অর্থনীতি উচ্চপ্রবৃদ্ধি অর্জন করছে। ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের সারিতে শামিল হতে যাচ্ছে বাংলাদেশ। আর এ যাত্রায় দেশের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

অভি/শান্তা