দেশে খাদ্য ঘাটতির আশংকা নেই: খাদ্যমন্ত্রী
2022-05-18 19:18:43

ঢাকা, মে ১৮: বাংলাদেশে চালের যোগান কম নেই এবং কোনভাবেই খাদ্য ঘাটতির আশংকা নেই বলে আশ্বস্ত করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। খাদ্যঘাটতির আশংকা না থাকলেও মৌসুমের শুরু ও শেষের সন্ধিক্ষণ এবং টানা বৃষ্টির কারণে চালের দাম কিছুটা বাড়তি বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, এখন মৌসুমের শেষ ও শুরুর সন্ধিক্ষণ চলছে। অটো রাইসমিল মালিকরা ধান কিনছেন তবে তারা এখনও উৎপাদনে যাননি। বৃষ্টির কারণে  হাসকিং মিলের ধান শুকাতে ৫-৭দিন সময় লাগছে বলে জানান তিনি। তবে চিন্তার কিছু নেই এবং শিগগির দাম সহনীয় হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। পরিস্থিতি সরকার পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

শান্তা/সাজিদ