নিত্যপণ্যের দাম বিশ্ববাজারে না কমলে কিছুই করার নেই: বাণিজ্যমন্ত্রী
2022-05-18 19:16:46

ঢাকা, মে ১৭:  দ্রব্যমূল্যের উর্ধগতির জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করে সেখানে দাম না কমলে কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় তিনি এ কথা বলেন।

নিত্যপণ্যের দাম কবে মানুষের নাগালে আসবে এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‌'এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। এটির উত্তর জানতে হলে আমার আর্জেন্টিনা-ব্রাজিলে যেতে হবে। আন্তর্জাতিক বাজারে দাম না কমা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না।' এসময় সাধারণ মানুষকে বৈশ্বিক অবস্থা সম্পর্কে খবর নেওয়ার আহ্বান জানান তিনি।

তানজিদ/শান্তা