‘সুন্দর উপসাগর’
2022-05-17 15:38:51

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী থিয়ান চেনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

থিয়ান চেন, ১৯৬৬ সালের ২ মে বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন বিখ্যাত নারী কণ্ঠশিল্পী।

 

১৯৮৪ সালে থিয়ান চেনের প্রথম অ্যালবাম ‘সুন্দর উপসাগর’ প্রকাশিত হয়। একই বছর তিনি অন্য একটি সংগীত কোম্পানির সঙ্গে ‘ছোট ফুল’ নামের অ্যালবামও রেকর্ড করেন।

 

১৯৮৫ সালে থিয়ান চেনের তৃতীয় অ্যালবাম ‘মোনিকা’ বাজারে আসে। ১৯৯৬ সালের মে মাসে, থিয়ান চেনের অ্যালবাম ‘থিয়ান চেন’ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন।

 

১৯৯৭ সালের ৬ ফেব্রুয়ারি, থিয়ান চেন চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি’র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উঠে ‘১৯৯৭ সাল’ গানটি পরিবেশন করেন। একই বছরের নভেম্বর মাসে তাঁর আরেকটি অ্যালবাম ‘প্রকৃতি’ রিলিজ হয়।

 

বন্ধুরা, এখন শুনুন থিয়ান চেনের গান ‘এত বড় একটি গাছ’। গানের কথাগুলো এমন: মাথার উপরে নীল আকাশ, পা-এর নিজে এই সুন্দর জমি। বৃষ্টি ও বাতাসে তুমি নতি স্বীকার করো না। সবুজ পাতায় কত গল্প রেখে আছে। আনন্দ আছে, দুঃখ আছে, আনন্দে তুমি হাসো না, দুঃখ তুমি কাঁদো না। বাতাস হল তোমার গান, মেঘ হল তোমার পায়ের দাগ। এত বড় একটি গাছ, সবুজের শুভেচ্ছা।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন থিয়ান চেনের গান ‘আমার ভালোবাসার জন্মস্থান’। গানের কথাগুলো এমন: আমার জন্মস্থান সুন্দর না, ছোট ছোট বাড়িঘর, ছোট ছোট নদী। এই অনুর্বর জমিতে, অল্প আশা পাওয়া যায়। এত বছর এখানে থাকি, প্রজন্মের পর প্রজন্ম। এই হলুদ জমিতে ব্যস্ত মানুষ। আমার জন্মস্থান, আমার জন্মস্থান, আমি শুধুই তোমাকে ভালোবাসি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন থিয়ান চেনের গান ‘অশেষ ভালোবাসা’। গানের কথাগুলো এমন: সবাই বলে, যারা পরস্পরকে ভালোবাসে, তারা অবশেষে দম্পতি হবে। তবে কেন ছায়াপথের তারায় বিচ্ছিন্ন হয়। মনে এত কষ্ট, মনে এত দুঃখ। যদিও এত ভালোবাসে, তবুও পৃথিবীর দুই পাশে থাকা...।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তবে, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই আরেকটি মনোমুগ্ধকর গান, গানের নাম ‘পানির মতো প্রেম’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী থিয়ান চেনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)