ছেন বো ইউ
2022-05-17 12:41:29

ছেন বো ইউ বা জেসন চ্যান ১৯৮৩ সালের ২০ জুলাই হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের একজন পপসঙ্গীত গায়ক ও অভিনেতা।

 

২০০৭ সালের মে মাসে তিনি তাঁর প্রথম অ্যালবাম “প্রথম অভিজ্ঞতা”প্রকাশ করেন। একই বছরের ডিসেম্বরে তিনি প্রথম একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। ২০০৭ সালের টিভিবি-৮ গোল্ডেন চার্ট পুরস্কারে তিনি সবচেয়ে প্রতিশ্রুতিশীল পুরুষ নবাগতের ব্রোঞ্জ পুরস্কার জিতেন।

 

কিছুক্ষণ আগে আপনারা যে গানটি শুনেছেন, তা জেসনের প্রথম অ্যালবাম “প্রথম অভিজ্ঞতা” থেকে নেয়া। ২০১১ সালের সেপ্টেম্বরে তিনি একটি চলচ্চিত্রে অভিনয় করেন এবং চলচ্চিত্রের বিরতি গান গেয়েছেন। গানের নাম ‘মর্যাদা’। উজ্জ্বল পরিবেশন করার কারণে তিনি চলচ্চিত্রে‘মর্যাদা’-এর সিক্যুয়েলে প্রধান চরিত্রে অভিনয় করেন। 

 

২০১৩ সালে নভেম্বরে জেসন‘সনি প্রেসেন্টস জেসন ছ্যান টেলস লাইভ ২০১৩’ নামক একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। ২০১৫ সালে তিনি একটি টিভি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করার পাশাপাশি নাটকের গানও গেয়েছেন। গানের নাম ‘প্রতিটি শব্দের জন্য একটি অশ্রুবিন্দু’। গানটি তখনকার হিট গানে পরিণত হয়। 

 

২০১৬ সালের অক্টোবরে জেসন নতুন অ্যালবাম "খেলোয়াড়" প্রকাশ করেন। ম্যান্ডারিন ভাষার অ্যালবামে মোট ১০টি গান অন্তর্ভুক্ত হয়। ‘তোমাকে ছাড়া, আমি কিছুই না’ এর মধ্যে অন্যতম। 

 

"নিরাপদ থাকো" নামক গানে আগের মূল্যবান ভালোবাসার চূড়ান্ত অবসান হয়। নিজের হারানো ভালোবাসাকে ঘৃণা করার পাশাপাশি তাঁর জীবন কেমন চলছে সে প্রশ্নও আছে এতে।

 

"গোল্ডেন রাস্পবেরি" ২০১৯ সালের মে মাসে প্রকাশিত একটি গান। গানটি তাঁর "এনিওয়ান বাট জেসন " নামক অ্যালবাম থেকে নেয়া। 

 

অনুষ্ঠান শেষে আমি আপনাদের জেসনের আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘হারানোর ভয় করো না’। 

 

(প্রেমা/এনাম)