করোনাভাইরাসের মহামারি চীনা অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন প্রবণতায় আঘাত হানবে না
2022-05-17 12:54:44

মে ১৭: চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো গতকাল (সোমবার) এপ্রিল মাসে চীনের অর্থনীতি উন্নয়নের অবস্থা প্রকাশ করেছে।

চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র ফু লিং হুই জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব চীনা অর্থনীতির স্থিতিশীল উন্নয়নের প্রবণতা পরিবর্তন হবে না। চীনের অর্থনীতির দৃঢ়তা, বড় সুপ্তশক্তি এবং উন্নয়নের বড় সুযোগ পরিবর্তন হয় নি।

এপ্রিল মাসে চীনের কিছু জায়গা করোনাভাইরাসের মহামারিতে গুরুতর প্রভাবিত হয়েছে। তবে পুরো দেশে প্রধান উত্পাদান চাহিদার সূচকের পরিমাণ উল্লেখযোগ্য। এপ্রিল মাসে চীনে ভোগ্যপণ্যের খুচরা বিক্রির পরিমাণ ছিল ২.৯ ট্রিলিয়ন ইউয়ান, আমদানি-রপ্তানির মোট পরিমাণ ৩.২ ট্রিলিয়ন ইউয়ান। ইস্পাত উত্পাদনের পরিমাণ ১১ কোটি টন। কয়লা উত্পাদনের পরিমাণ ৩৬ কোটি টন। চীনের প্রধান সূচকের বৃদ্ধি বজায় রয়েছে। চলতি বছরের প্রথম চার মাসে চীনের শিল্পজাত মূল্য সংযোজনের প্রবৃদ্ধি ছিল ৪ শতাংশ। স্থাবর সম্পত্তির পুঁজি বিনিয়োগ এবং আমদানি-রপ্তানির মোট পরিমাণের প্রবৃদ্ধি যথাক্রমে ৬.৮ শতাংশ এবং ৭.৯ শতাংশ। চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র, দেশের অর্থনীতি বহুমুখী পরিসংখ্যান বিভাগের প্রধান ফু লিং হুই জানান,

চীনের অর্থনীতির স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়নের প্রবণতার পরিবর্তন হয় নি। দেশের উচ্চ গুণগতমানের উন্নয়নের ভিত্তি পরিবর্তন হয় নি। দেশের অর্থনীতির দৃঢ়তা, বড় সুপ্তশক্তি এবং বেশি সুযোগের বৈশিষ্ট্য পরিবর্তন হয় নি। মহামারি প্রতিরোধ এবং অর্থনীতি ও সমাজের উন্নয়ন সমন্বয় করার বিভিন্ন নীতিগত ব্যবস্থার সমর্থনে, চীনের অর্থনীতি মহামারির প্রাদুর্ভাব কাটিয়ে স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে, সুষ্ঠু উন্নয়ন বজায় রয়েছে।

পুঁজি বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে, চলতি বছরের প্রথম চার মাসে চীনের উত্পাদন শিল্পের পুঁজি বিনিয়োগ উচ্চ প্রবৃদ্ধি বজায় রেখেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২.২ শতাংশ বেড়েছে। এর মধ্যে হাই টেক শিল্পের পুঁজি বিনিয়োগের বৃদ্ধি ২২ শতাংশ। অবকাঠামো নির্মাণ খাতে পুঁজি আগের বছরের একই সময়ের তুলনায় ৬.৫ শতাংশ বেড়েছে। উভয় দ্রুত প্রবৃদ্ধির মান বজায় রেখেছে। এ ছাড়া মহামারির প্রাদুর্ভাব, চীনের খাদ্য ও মূল শিল্পের বৃদ্ধিও স্থিতিশীল ছিল। মহামারি প্রতিরোধ এবং অর্থনীতি পুনরুদ্ধারে দৃঢ় ভিত্তি স্থাপন করেছে। চীনের নীতি বিজ্ঞান গবেষণাগারের অর্থনীতি নীতি কমিশনের উপপ্রধান সুই হুং ছাই বলেন,

স্থাবর সম্পত্তির পুঁজি বিনিয়োগের শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রয়েছে, আর্থিক উন্নয়ন স্থিতিশীল করায় পুঁজি বিনিয়োগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরেকটি বিষয় হল, বর্তমানে সরবরাহ নিশ্চিত করা এবং দাম স্থিতিশীল করায় চীনের বিভিন্ন নীতির বাস্তবায়ন খুব কার্যকর। সরবরাহ ভালোভাবে নিশ্চিত করায় কার্যকরভাবে মুদ্রাস্ফীতি মোকাবিলা করা যায়।

 

চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যা ব্যুরোর মুখপাত্র ফু লিং হুই জানান, বর্তমানে চিলিন ও শাংহাইসহ বিভিন্ন জায়গার মহামারি নিয়ন্ত্রণে এসেছে। উত্পাদন পুনরুদ্ধার হয়েছে। মে মাসে অর্থনীতি পরিচালনা উন্নত হবে বলে অনুমান করা যায়। পুঁজি, ভোগ্য এবং আমদানি-রপ্তানি কীভাবে অর্থনীতির চালিকাশক্তির ভূমিকা পালন করে—এই বিষয়ে মুখপাত্র ফু বলেন, এই তিনটি ক্ষেত্রের চাহিদা অর্থনীতির প্রবৃদ্ধিকে সমর্থন করবে।

তিনি বলেন,

যদিও উত্পাদন প্রতিষ্ঠান কিছু কঠিনতার মুখোমুখি হয়েছে, তবে বিভিন্ন পক্ষের সমর্থন বাড়ছে, যা শিল্প প্রতিষ্ঠানের আস্থা বাড়াতে সহায়ক। সেই সঙ্গে অবকাঠামো খাতে পুঁজি বিনিয়োগ বাড়ছে। যা পুঁজি বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই সঙ্গে দেখতে হবে, দ্বিতীয় প্রান্তিকে ভোগ ধাপে ধাপে পুনরুদ্ধার হচ্ছে; যা অর্থনীতির স্থিতিশীলতায় সমর্থন করবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)