‘তাইওয়ানকে সমর্থন করা’ যুক্তরাষ্ট্রের পুরানো কৌতুক: সিএমজি সম্পাদকীয়
2022-05-17 20:11:16


মে ১৭: ৭৫তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের প্রাক্কালে, আমেরিকান রাজনীতিবিদরা ‘তাইওয়ানকে সমর্থন করার’ পুরানো কৌশলটি প্রয়োগ করেছেন। সম্প্রতি, মার্কিন নেতা একটি তথাকথিত বিলে স্বাক্ষর করেছেন। এতে তাইওয়ানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পর্যবেক্ষকের মর্যাদা ফিরিয়ে দেওয়ার পক্ষে কাজ করার কথা বলা হয়েছে। চীনের অভ্যন্তরীণ বিষয়ে এই স্থূল হস্তক্ষেপ এক-চীন নীতি এবং তিনটি চীন-মার্কিন যৌথ ঘোষণার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী মৌলিক নিয়মের গুরুতর লঙ্ঘন।

সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, যখনই বিশ্ব স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয়, তখনই যুক্তরাষ্ট্রের কিছু রাজনৈতিক শক্তি তাইওয়ানকে তার ‘আন্তর্জাতিক স্থান’ প্রসারিত করতে সাহায্য করার জন্য চিত্কার শুরু করে দেয়। অথচ ‘এক-চীন নীতি’ আন্তর্জাতিক সম্পর্কের একটি সর্বজনস্বীকৃত মূলনীতি। এ ব্যাপরে আন্তর্জাতিক সমাজে সাধারণ ঐকমত্য রয়েছে। কিছু মার্কিন রাজনীতিবিদ যতই তরঙ্গ সৃষ্টি করুক না কেন, এই নীতি বদলাবার নয়।

তাইওয়ান ইস্যুটি চীন-মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ইস্যু এবং এটি চীনের মূল স্বার্থের সাথে সম্পর্কিত। মার্কিন পক্ষের উচিত চীনের প্রতি তার রাজনৈতিক প্রতিশ্রুতিকে সম্মান করা, এক-চীন নীতি মেনে চলা এবং দুই রাষ্ট্রপ্রধানের ঐকমত্য বাস্তবায়ন করা। তাইওয়ান ইস্যুতে ‘মুখে এক কাজে এক’ কৌশল অবলম্বন করলে কেবল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। ‘তাইওয়ানের স্বাধীনতা’কে সমর্থন করা এবং সমর্থন করার যে কোনও কাজ অবশ্যই চীন মেনে নেবে না এবং এ চেষ্টাকারীরা আখেরে ব্যর্থই হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)