মহামারীতেও চীনা অর্থনীতির স্থিতিশীলতা পরিবর্তন হবে না: সিএমজি সম্পাদকীয়
2022-05-16 21:37:07

মে ১৬: আজ (সোমবার) চীনা জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত এপ্রিল মাসের প্রধান অর্থনৈতিক পরিসংখ্যানে বলা হয়, গত মাসে চীনা অর্থনীতির প্রধান সূচক হ্রাস পায়। মহামারীর প্রভাবে চীনা অর্থনীতিতে স্বল্পমেয়াদী পরিবর্তন আনা হয়েছে। তবে, চীনা অর্থনীতির দৃঢ় স্থিতিস্থাপকতা, সম্ভাব্য উন্নয়নের সুযোগে পরিবর্তন হবে না।

এদিকে, শাংহাই শহরে সোমবার আয়োজিত কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক সাংবাদিক সম্মেলনে বলা হয়, এ পর্যন্ত শাংহাই শহরের ১৬টি এলাকার মধ্যে ১৫টিতে 'সামাজিক শূন্য কোভিড-১৯' নীতি বাস্তবায়িত হয়েছে। আর শাংহাই শহরে জুন মাস থেকে স্বাভাবিক জীবন ও উত্পাদন পুনরুদ্ধার হবে। আসলে, গত শুক্রবার শাংহাইয়ে ৯ হাজারেরও বেশি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪০০টির উত্পাদন ও কাজ পুনরুদ্ধার হয়েছে।

চীনের সুপার বাজার আছে। চীনা অর্থনীতি স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। গত মাসে গোটা চীনে সামাজিক ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয় ২.৯ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। আর আমদানি-রপ্তানির পরিমাণ ছিল ৩.২ ট্রিলিয়ন ইউয়ান। পাশাপাশি, চীনা অর্থনীতির উচ্চমান উন্নয়নের প্রবণতা পরিবর্তন হবে না। এপ্রিলে নির্ধারিত আকারের ওপরে উচ্চ-প্রযুক্তি উত্পাদনের অতিরিক্ত মূল্য বছরে ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি অন্যান্য শিল্পের চেয়ে বেশি। এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চীনের উচ্চ প্রযুক্তি শিল্পে বিনিয়োগের পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ২২ শতাংশ বেশি ছিল। এটি অন্যান্য ক্ষেত্রের বিনিয়োগের চেয়ে বেশি। (ছাই/আলিম)