রোববারের আলাপন-চীনা এক শীতকালীন সাঁতারুর গল্প
2022-05-15 06:36:36


আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু এনাম ও আকাশ।


আকাশ: এনাম ভাই, এখন আবহাওয়া দিন দিন গরম হচ্ছে। গ্রীষ্মকাল চলে এসেছে। গ্রীষ্ম হচ্ছে আমার প্রিয় মৌসুম। আপনার প্রিয় মৌসুম কী ভাই?

এনাম: আমার প্রিয় মৌসুম হচ্ছে শীতকাল। 

আকাশ: কেন ভাই?

এনাম: 

আকাশ: আচ্ছা। আমি বুঝতে পেরেছি। বন্ধুরা, চীনে, বিশেষ করে উত্তরাঞ্চলের শীতকাল অত্যন্ত ঠান্ডা। তুষারপাত ও বরফ পড়ার পর এখানে খুব শীত নামে। এ নিয়ে আপনার কি অভিজ্ঞতা?  

এনাম:...

আকাশ: এনাম ভাই, এ দারুন ঠান্ডা সময়ে বাইরের লেক বা নদীতে সাঁতার কাটতে কেমন লাগবে? 

এনাম: 

আকাশ: বন্ধুরা, আসলে চীনে অনেকে শীতকালে সাঁতার কাটতে পছন্দ করেন। আজ আমরা তাদের একজনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব, কেমন?


লিউ ইউন ছি সরকারী চাকরি করেন। তিনি দীর্ঘসময় অফিসে কাজ করেন। তাই বেশি খেলাধুলা করেন না। এজন্য তাঁর ফ্রোজেন শোল্ডার রোগ হয়। ২০১৮ সালের জুন মাসে একজন শীতকালীন সাঁতারুর প্রভাবে তিনি সাঁতার শিখা শুরু করেন এবং ওই বছরেই তিনি শীতকালীন সাঁতার শুরু করেন। 


আমার আশেপাশের অনেক বন্ধু অনেক অদ্ভুত বোধ করেন। তারা আমাকে জিজ্ঞেস করেন: বাইরে এখন ঠান্ডা, তুমি কিভাবে সাঁতার কাটো? তাদের তিনি বলেন, শুরুতে তিনি নিজেও অনেক ভয় পেয়েছিলেন, তবে তা এখন গা সওয়া হয়ে গেছে। 


চাকরির বাইরের সময়ে তিনি দেশের বিভিন্ন অঞ্চলের সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন। 


২০২০ সাল থেকে করোন মহামারী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। তখন থেকে সবাই শরীরচর্চাকে আরো বেশি গুরুত্ব দিয়ে আসছে। লিউ ইউন ছি আশা করেন, আরো বেশি মানুষ শীতকালীন সাঁতার সম্পর্কে জানতে পারবেন এবং পছন্দ করবেন। আরো বেশি মানুষ শরীরচর্চা করতে পারবেন। তারা তাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা আরো উন্নত করতে পারবেন। 

 

২০২০ সালের মার্চ মাসে তিনি টিকটকে বাইরের শীতকালীন সাঁতারের লাইভ করতে শুরু করেন। এতে আরো বেশি মানুষ শীতকালীন সাঁতার সম্পর্কে জানতে পারেন। প্রতিদিন সকালে তিনি শীতকালীন সাঁতারের লাইভ করেন। তার ভক্তদের সংখ্যা দু’লাখ ছাড়িয়েছে। 


তিনি বলেন, “অনেক ভক্ত আমার সাথে সাঁতারের অভিজ্ঞতা নিয়ে মত বিনিময় করেন। এর মাধ্যমে আমি অনেক বন্ধুদের জেনেছি। সবাই মাঝেমাঝে অনেক কার্যক্রমের আয়োজন করে।” 


তিনি বলেন, এসব বন্ধুদের কাছ থেকে তিনি অনেক শক্তি পেয়েছেন। 


তিনি বলেন, “সাঁতারের  মাধ্যমে আমার শরীর অনেক ভাল হয়েছে।”


তিনি জানান, আগে মাঝে-মাঝে তার ঠান্ডা লাগতো, তবে তা এখন খুবই কম। 


এনাম ভাই, এ গল্প শুনে আপনার অনুভূতি কি? 

এনাম:...


বন্ধুরা, আপনারাও খেলাধুলার গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন, কেমন?