আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন চায়নাতে বসবাসরত বাংলাদেশি আশরাফুল ইসলাম ওয়ালী। তিনি চীনের শেনচেনের এক গ্রুপ অফ কোম্পানিতে বৈদেশিক বাণিজ্যের সিনিয়র ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। ২০১৯ সালে তিনি ছুংছিং জিয়াওটং বিশ্বিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি চীন ও চীনা সংস্কৃতিকে ভালোবাসেন। চীনের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন নিয়ে তিনি আগ্রহী। চলুন, কথা বলি তাঁর সঙ্গে।