গভীর অনুভূতি, ঘন বৃষ্টি
2022-05-14 19:26:35

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’; আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী চাও ওয়েই’র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৭৬ সালের ১২ মার্চ আনহুই প্রদেশের উহু শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেত্রী, কন্ঠশিল্পী, চলচ্চিত্র সম্পাদক ও প্রযোজক। ১৯৯৩ সালে তিনি প্রথমে চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৫ সালে তিনি প্রধান অভিনেত্রী হিসেবে প্রথম টিভি সিরিজে অভিনয় করেন। ১৯৯৮ সালে তাঁর অভিনীত একটি টিভি সিরিজ চীনে খুবই জনপ্রিয়তা পায় এবং কয়েকটি পুরস্কার লাভ করে। তখন থেকে তিনি সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৯৯ সালে তিনি সংগীতজগতে প্রবেশ করেন এবং নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে শোনাবো তাঁর কন্ঠে ‘গভীর অনুভূতি, ঘন বৃষ্টি’ শীর্ষক গান। গানটি ২০০০ সালে তাঁর অভিনীত একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ১)

বন্ধুরা, শুনছিলেন চাও ওয়েই’র কন্ঠে ‘গভীর অনুভূতি, ঘন বৃষ্টি’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী চৌ বি ছাংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৮৫ সালের ২৬ জুলাই হুনান প্রদেশের ছাংশা শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, সুরকার, লেখক, অভিনেত্রী ও পোষাক ডিজাইনার। ২০০৫ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পান। ২০০৬ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন এবং প্রধান অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘টিনজাত মাছ’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন চৌ বি ছাংয়ের কন্ঠে ‘টিনজাত মাছ’ শীর্ষক গান। এখন শোনাবো নারী কন্ঠশিল্পী চু হুয়া’র কন্ঠে গান। তিনি ১৯৬৯ সালের ২০ ফেব্রুয়ারি হুবেই প্রদেশের উহান শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত-প্রযোজক। তাঁর সংগীতে লোক, পপ, ক্লাসিকাল ও নিউ সেন্ট্রাল বৈশিষ্ট্য দেখা যায়। ১৯৮৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আবারও বসন্তের বাতাস’ শীর্ষক গান। গানটি ২০০৪ সালে রিলিজ হয়। গানটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন চু হুয়া’র কন্ঠে ‘আবারও বসন্তের বাতাস’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে ‘নববর্ষ এসেছে’ শীর্ষক গান শোনাবো। গেয়েছেন নারী কন্ঠশিল্পী চু মিং ইং। তিনি ১৯৫০ সালের ২২ মে শানদং প্রদেশের লিনই জেলার দ্যেফিং থানায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের বিখ্যাত কন্ঠশিল্পী ও নৃত্যশিল্পী। ১৯৮৬ সালে তিনি জাতীয় প্রথম পর্যায় অভিনেত্রীর মর্যাদা লাভ করেন। তিনি বিভিন্ন দেশে গান গেয়েছেন। এর মধ্যে বাংলা গানও আছে। আশা করি, বন্ধুরা তাঁর কন্ঠে ‘আবারও বসন্তের বাতাস’ শীর্ষক গান পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন চু মিং ইং’র কন্ঠে ‘আবারও বসন্তের বাতাস’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী জৌ রুই’র কন্ঠে ‘ভালবাসা ফিরে আসা’ শীর্ষক গান শোনাবো। গানটি একই নামের টিভি সিরিজের থিম সং। টিভি সিরিজে সব গান জৌ রুই গেয়েছেন। তাঁর কন্ঠ সুন্দর ও মিষ্টি। এ গানটি গাওয়ার পর তিনি চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর তিনি অনেক টিভি সিরিজ ও চলচ্চিত্রে কন্ঠ দিয়েছেন। আশা করি, বন্ধুরা ‘ভালবাসা ফিরে আসা’ শীর্ষক গান পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন জৌ রুই’র কন্ঠে ‘ভালবাসা ফিরে আসা’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী জুহাই’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৭৬ সালের ১০ মে আনহুই প্রদেশের বেংবু শহরে জন্মগ্রহণ করেন। তিনি কন্ঠশিল্পী, জাতীয় প্রথম পর্যায় অভিনেত্রী, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রথম যুব ফেডারেশনের সদস্য, কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সংস্থার যুব ফেডারেশনের সদস্য, জাতীয় যুব ফেডারেশনের সদস্য, চীনা সংগীতজ্ঞ সমিতির সদস্য এবং জাতীয় এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক বিশেষ দূত। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সৌভাগ্য আসছে’ শীর্ষক গান শোনাবো। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)