চীন-ইউরোপ মানবাধিকার গবেষণা সভা-২০২২ অনুষ্ঠিত
2022-05-13 19:34:23

মে ১৩: গত মঙ্গলবার চীনের মানবাধিকার গবেষণা সমিতি ও অস্ট্রিয়া-চীন মৈত্রী সমিতি যৌথভাবে ‘চীন-ইউরোপ মানবাধিকার গবেষণা সভা ২০২২’ আয়োজন করেছে।

এবার সভার প্রতিপাদ্য হল ‘বিজ্ঞান ও মানবাধিকার’। সভায় বিশেষজ্ঞরা ‘মানবাধিকারের বৈজ্ঞানিক উন্নয়নের অবদান’, ‘বিজ্ঞান ও উন্নয়নের অধিকার’, ‘ডিজিটাল প্রযুক্তি ও মানবাধিকারের’ বিষয় নিয়ে গভীরভাবে মতবিনিময় করেছেন। বিশেষজ্ঞরা মনে করেন, বৈজ্ঞানিক যুগে মানবাধিকারের প্রতি সম্মান জানানো ও মানবাধিকার নিশ্চিত করা মানবাধিকার দায়িত্ব উন্নয়নের নতুন প্রবণতা। চীন ও ইউরোপের উচিত সহযোগিতা ও বিনিময় জোরদার করা, মানবাধিকার কাজের নতুন চ্যালেঞ্জ ও সুযোগকে স্বাগত জানাতে যৌথভাবে বিশ্বের বিজ্ঞান খাত উন্নয়ন এবং মানবাধিকার রক্ষার কাজ জোরদার করা।

‘চীন-ইউরোপ মানবাধিকার গবেষণা সভা’ ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত সাতবার অনুষ্ঠান আয়োজন করেছে। এর আগে শিশু অধিকার নিশ্চয়তা, সংখ্যালঘু জাতির অধিকার নিশ্চয়তা, প্রতিবন্ধীদের অধিকার নিশ্চয়তা, সভ্যতার বৈচিত্র্য এবং মানবাধিকার রক্ষা, করোনাভাইরাসের মহামারি এবং প্রাণ ও স্বাস্থ্য অধিকার রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)