অনন্য সুন্দর তিব্বতের পিচ গ্রামে প্রেসিডেন্ট সি
2022-05-13 15:59:29

চীনের তিব্বতের লিনচি শহরের কা লা গ্রাম পিচ ফুলের জন্য বিখ্যাত। গ্রামটি পিচ ফুলের সৌন্দর্যের দিক থেকে সারা তিব্বতে শীর্ষ স্থানে রয়েছে। তাই অনেকে একে পিচ গ্রাম বলে ডেকে থাকেন। গত বছরের ২১ জুলাই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গ্রামটির তাওয়াচিয়ানের পরিবারকে দেখতে যান। তিনি তাওয়াচিয়ানের রান্না ঘর, স্টোরেজ রুম, বাথ রুমসহ নানা ঘর ঘুরে দেখেন। খাদ্য স্টোরেজ ঘরে তিনি গম, ভুট্টা ও সয়াবিনসহ অন্যান্য দ্রব্য হাত দিয়ে ধরে তাদের গুণগতমান সম্পর্কে জানতে চান।

 

তারপর প্রেসিডেন্ট সি চিন পিং তাওয়াচিয়ান পরিবারের বসার ঘরে সবার সঙ্গে আড্ডা দেন। তিনি তাদের আয়-ব্যয় সম্পর্কে খোঁজখবর নেন। তাওয়াচিয়ান প্রেসিডেন্টকে বলেন, তার পরিবার পরিবহনের কাজ, পিচ উত্সবের আয়, জমি সংস্কার, চাষাবাদ ও লালনপালনসহ নানাভাবে বেশ আয় করে। প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, ‘আর এভাবেই আপনাদের আয় কয়েক লাখ ইউয়ানে দাঁড়িয়েছে। আপনারা খুব সুখী পরিবার’।

 

কা লা গ্রামের অধিবাসীরা উত্সবের পোষাকে এবং হাতে হাড্ডা নিয়ে প্রেসিডেন্ট সি চিন পিংকে স্বাগত জানান। প্রেসিডেন্ট সি তাদের মাঝে গিয়ে সবাইকে তিব্বতী ভাষায় শুভেচ্ছা জানান।

 

এসময় সি চিন পিং বলেন, কা লা গ্রামের সুন্দর জীবন তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির ৭০ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি সুন্দর উদাহরণ এবং জাতির ঐক্য ও অগ্রগতির প্রতিফলন। সকলের সুখী জীবন সিপিসি ও দেশের ভালো নীতির পাশাপাশি নিজেদের পরিশ্রমী হাত দিয়ে তৈরি হয়েছে। সি চিন পিং বলেন, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির তিব্বতের উন্নয়ন-বিষয়ক নীতি বাস্তবায়ন করতে হবে এবং সার্বিকভাবে গ্রামীণ পুনরুত্থানের কাজ এগিয়ে নিতে হবে।

 

প্রেসিডেন্ট সি চিন পিং’র সফরের কথা স্মরণ করে তাওয়াচিয়ান জানান, প্রেসিডেন্ট সি চিন পিং আমার বাড়িতে এসে অনেক কিছু জানতে চেয়েছেন। তিনি জানতে চান, বাথ রুমে পানি চালু আছে কি না? গোসল করার গরম পানি কিভাবে আসে? এবং কিন্ডারগার্টেন বাসা থেকে কতটুকু দূরে? প্রেসিডেন্ট সি আমার পরিবারের বিস্তারিত খবর নেন, তা আমাকে মুগ্ধ করেছে।

 

তাওয়াচিয়ান বলেন, আমাদের পিচ গ্রাম খুব সুন্দর। প্রেসিডেন্ট বলেছেন, এটা পুর্বপুরুষদের দেওয়া উপহার। এর আগে গ্রামবাসীরা পিচ গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করতো। আমরা সবুজ পাহাড় ও পরিষ্কার পানির ধনের অধিকারী হলেও জানতাম না কিভাবে ধনী হবো।

 

পরে গ্রামের কর্মকর্তারা পিচ ফুলকে কেন্দ্র করে গ্রামীণ প্রাকৃতিক পর্যটনের উন্নয়ন করেছে। ২০০২ সাল থেকে শুরু হয়েছে পিচ উত্সব। বর্তমানে এ উত্সব খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তাছাড়া, আমরা ফলের বাগানও গড়েছি। গ্রীন হাউসে আমরা শীত্কালীন সরিষা ফুলসহ নানা উদ্ভিদ চাষ করেছি। গ্রামে পর্যটন শিল্প অনেক উন্নত হয়েছে। তা লা গ্রামের বড় পরিবর্তন হয়েছে।

 

চলতি বছরের মার্চ মাসে কা লা গ্রাম বিপ্লব-বিষয়ক প্রদর্শনী কেন্দ্র চালু করেছে। এ কেন্দ্রে প্রবেশ করলে প্রেসিডেন্ট সি চিন পিং’র  ২০২১ সালের সফরের ভিডিও ও ছবি দেখা যায়। তাছাড়া, পুরনো গ্রাম থেকে বর্তমান সমৃদ্ধ ও সুন্দর গ্রামে পরিণতি হওয়ার প্রক্রিয়া ধারনকারী অনেক ছবি, সামগ্রী ও ভিডিও দেখা যায় সেখানে।

 

তাওয়াচিয়ান বলেন, কা লা গ্রামের প্রতি আমাদের ভালোবাসা অনেক বেড়ে গেছে। প্রেসিডেন্ট সি চিন পিং পরিদর্শনের পর সবার পরিবেশ সংরক্ষণ চেতনা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতিটি পরিবার নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, পিচ গাছ গোছায় এবং রাস্তাঘাটসহ নানা কাঠামোগত ব্যবস্থা রক্ষা করে। গ্রাম রক্ষা মানে নিজের বাড়ি রক্ষা করা। আমরা পুর্বপুরুষদের তৈরি পিচ বাগান সংরক্ষণ করে যাবো। সকল গ্রামবাসী প্রেসিডেন্ট সি চিন পিং’র আবারও পরিদর্শনের প্রত্যাশা করেন। 


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আজকের অনুষ্ঠান কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে, এবং আপনার কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ইমেইল লিখতে ভুলবেন না। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn এবং wangdanhong@cri.com.cn। আপনারা আমাদের ফেসবুকেও কমেন্ট করতে পারেন। আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন। আগামী সপ্তাহে আবারও কথা হবে।