রক্তনালীর ব্লক: ডা. একেএম জিয়াউল হক
2022-05-13 18:36:09

 

দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি রক্তনালীর ব্লক নিয়ে। মানবদেহে মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত অসংখ্য রক্তনালী আছে। এই রক্তনালী হার্ট থেকে খাদ্যগুণ নিয়ে শরীরের নানা জায়গাতে পৌঁছে দেয়। অতিরিক্ত চর্বি জমে এ নালীতে অনেক সময় ব্লক হয়। হার্টে যে কারণে ব্লক হয়, একই কারণে দেহের অন্য অংশেও ব্লক হতে পারে। ব্রেনের রক্তনালীতে ব্লক হলে সেটাকে বলা হয় ব্রেন স্ট্রোক, হার্টে হলে বলা হয় হার্ট অ্যাটাক আর পায়ের রক্তনালীতে হলে বলা হয় পায়ে ব্লক। যারা নিয়মিত কায়িক পরিশ্রম করেন না, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে, যারা স্থুলতায় আক্রান্ত, এবং যারা ধূমপায়ী, তাদের রক্তনালীতে ব্লক হওয়ার ঝুঁকি বেশি।

রক্তনালীতে ব্লকের কারণ, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভাসকুলার এবং এন্ডোভাসকুলার সার্জন ডা. একেএম জিয়াউল হক। তিনি কর্মরত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে।