চৌ বো হাও আবার পাখো ছাউ নামেও পরিচিত। তিনি ১৯৮৪ সালের ১২ নভেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন হংকংয়ের পপ গায়ক, গীতিকার, টিভি ও চলচ্চিত্র অভিনেতা, মডেল এবং শিল্পী বাস্কেট-বল দলের সদস্য।
২০০৭ সালে গায়ক হিসেবে তিনি শোবিজে প্রবেশ করেন। একই বছরের নভেম্বরে তিনি প্রথম একক অ্যালবাম “বিগিনিং” প্রকাশ করে চূড়ান্ত গান চার্ট পুরস্কার উপস্থাপনায় নতুন গায়ক রৌপ্য পুরস্কার এবং ৩০তম সেরা দশটি চীনা সোনার গান পুরস্কারে মোস্ট প্রমিজিং নতুন শিল্পীর রৌপ্য পুরস্কার জিতেন।
কিছুক্ষণ আগে আপনারা যে “স্মাইলি ফেস” গানটি শুনেছেন, তা পাখোর ২০১১ সালের জুন মাসে প্রকাশিত একটি ইপি থেকে নেয়া। “গুজব” পাখোর ২০১৪ সালের মার্চে প্রকাশিত একটি গান। গানটি তাঁর “একসাথে” নামক ইপি থেকে নেয়া। ইপি’তে মোট ৬টি গান অন্তর্ভুক্ত হয়। পাখো ইপির শিরোনাম সংগীত “একসাথে”র মাধ্যমে তাঁকে সমর্থন দেয়া অনুরাগী ও বন্ধুদের ধন্যবাদ জানাতে চান।
‘কন্টিনিউ’ পাখোর ২০০৮ সালে প্রকাশিত দ্বিতীয় অ্যালবামের নাম। এতে মোট ৬টি গান অন্তর্ভুক্ত হয়। অ্যালবামে একটি সিডি ও একটি ডিভিডি আছে। নতুন অ্যালবামের মাধ্যমে পাখো সঙ্গীত অনুরাগীদের মুগ্ধ করেন। “মহান আকাঙ্খা” ও “নিরীহ ছেলে” অ্যালবামের নতুন গান। এর মধ্যে “নিরীহ ছেলে” একটি চলচ্চিত্রের গান।
গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে পাখোর আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘কোনটিই করা হয়নি’। গানটি তাঁর ২০১২ সালের ডিসেম্বরে প্রকাশিত "অসম্পূর্ণ সংগ্রহ" নামক অ্যালবাম থেকে নেয়া।
(প্রেমা/এনাম)