কানাডায় সহিংস চরমপন্থার হুমকি বেড়ে যাচ্ছে
2022-05-13 19:01:28

মে ১৩: কানাডার নিরাপত্তা গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা গতকাল (বৃহস্পতিবার) জানান, কানাডায় সহিংস চরমপন্থার হুমকি বেড়ে যাচ্ছে। রাজনীতিক ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকিও অনেক বেড়েছে।

কানাডার নিরাপত্তা গোয়েন্দা ব্যুরোর সহকারী পরিচালক চেরি হেন্ডারসন এদিন বলেন, করোনাভাইরাসের মহামারি ঘটার পর থেকে সরকার-বিরোধী চরম মন্তব্য বেড়ে যাচ্ছে এবং এর ভিত্তিতে বিভিন্ন সহিংস তত্পরতা দেখা যাচ্ছে।

তিনি বলেন, যদিও পুলিশ ও গোয়েন্দাসংস্থা চরমপন্থীদের হামলা প্রতিরোধের চেষ্টা করছেন; তবে সরকারের উচিত এতে আরও সক্রিয় ভূমিকা রাখা।