চীন ও ক্রোয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের স্থাপনের ৩০তম বার্ষিকীতে নেতাদ্বয়ের অভিনন্দন বিনিময়
2022-05-13 18:55:37

মে ১৩: চীন ও ক্রোয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০তম বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) সেদেশের প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ একে অপরকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

অভিনন্দনবার্তায় প্রেসিডেন্ট সি বলেন, চীন ও ক্রোয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের তিন দশকে দু’দেশ পারস্পরিক সম্মান বজায় রেখেছে। দু’দেশের প্রচেষ্টায় পারস্পরিক রাজনৈতিক আস্থা দৃঢ় হয়েছে, যৌথভাবে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে এবং দু’দেশের জনগণ উপকৃত হয়েছে। নভেল করোনাভাইরাস মহামারির চ্যালেঞ্জের সামনে দেশ দু’টি হাতে হাত রেখে দু’দেশের মৈত্রীর নতুন অধ্যায় উন্মোচন করেছে।

মিলানোভিচ বলেন, ক্রোয়েশিয়া ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের পারস্পরিক কল্যাণকর সহযোগিতা সফল হয়েছে। দু’দেশ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারি সম্পর্ক গভীর করবে এবং দু’দেশের সম্পর্ক উন্নত করবে বলে তিনি উল্লেখ করেন।

এদিন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবং সেদেশের প্রধানমন্ত্রী একে অপরকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

লিলি/তৌহিদ/শুয়ে