আকাশ ছুঁতে চাই ৭৩
2022-05-12 17:55:41

আকাশ ছুঁতে চাই ৭৩

যা থাকছে এবারের পর্বে

১. রবীন্দ্রসাহিত্যে নারীর জীবন- সাক্ষাৎকার ড. হোসনে আরা জলি

২. গান. পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত

৩. মা দিবস

৪. চিক গ্র্যান্ড মা

 

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন।

সুপ্রিয় শ্রোতা সম্প্রতি পালিত হয়েছে বিশ্ব মা দিবস এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিবস।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিপুল রচনা সম্ভারের মধ্য দিয়ে মানব জীবনের সকল অধ্যায়কে স্পর্শ করেছেন। নারীর জীবন, বৈরী সমাজে নারীর অধিকারের লংঘন, তার মানবাধিকার, মুক্তির সংগ্রাম বিভিন্ন ভাবে রবীন্দ্রনাথের ছোট গল্প, উপন্যাস, নাটক, কবিতায় প্রতিফলিত হয়েছে। রবীন্দ্রসাহিত্যে নারীর পরিস্ফূটন এবং মা দিবস নিয়ে আজ আমরা কথা বলবো বিশিষ্ট শিক্ষাবিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা জলীর সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

রবীন্দ্রসাহিত্যে নারীর জীবন

সাক্ষাৎকার:

ড. হোসনে আরা জলী বলেন, রবীন্দ্রনাথের সাহিত্যে নারী চরিত্রের চিত্রনে তৎকালীন সামাজিক পরিস্থিতি যেমন প্রতিফলিত হয়েছে তেমনি রবীন্দ্রনাথের উদারনৈতিক চিন্তাধারাও ফুটে উঠেছে। তিনি চোখের বালি উপন্যাসের বিনোদিনী ও আশা চরিত্রদুটির বিশ্লেষণ করেন। বিনোদিনী প্রতিবাদী নারীর প্রতীক। অন্যদিকে আশালতা সনাতন রক্ষণশীল সমাজের পুতুল নারীর প্রতীক।

রবীন্দ্রনাথ চেয়েছিলেন নারীর আর্থ-সামাজিক ও মনোজাগতিক মুক্তি। তবে সেসময় সমাজের পরিস্থিতি ছিল অন্যরকম। জলী বলেন, গোরা উপন্যাসের ললিতা চরিত্র হলো প্রতিবাদী নারীর প্রতীক। ললিতা হার স্বীকার না করতে দৃঢ়প্রতিজ্ঞ। জলী মনে করেন, ললিতার এই দৃঢ় প্রতিজ্ঞা থেকে নারীরা শিক্ষা গ্রহণ করতে পারেন। তিনি শেষের কবিতা উপন্যাসের কেতকী এবং লাবণ্য চরিত্রের কথাও উল্লেখ করেন।

রবীন্দ্রনাথের ছোটগল্প ‘দেনা পাওনা’, স্ত্রীর পত্র, অপরিচিতা, হৈমন্তী ইত্যাদির আলোচনা করে হোসনে আরা জলী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যকর্মের মাধ্যমে নারীর মানবাধিকার, মুক্তি এবং আর্থ-সামাজিক ও মনোজাগতিক স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান রেখেছেন।

হোসনে আরা জলী মা দিবস নিয়েও কথা বলেন। তিনি তার শিক্ষার্থীদেরকেও নিজের সন্তানের মতো মনে করেন। তিনি তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, তারা যেন নিজের মাকে সব সময় স্মরণ করে। তাহলে তাদের দ্বারা কোন নেতিবাচক আচরণ সম্ভবহবে না।

গান:

পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত

সুপ্রিয় শ্রোতা, চীনে রবীন্দ্রনাথ অনেক বছর ধরেই খুব জনপ্রিয়। ১৯২৪ সালে  রবীন্দ্রনাথ ঠাকুর চীন সফর করেন। তারপর থেকেই চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে  রবীন্দ্র সাহিত্য চর্চা শুরু হয়।

এখন আমরা পিকিং বিশ্ববিদ্যালয়ের চীনা ছাত্রছাত্রীদের কণ্ঠে শুনবো একটি রবীন্দ্রসংগীত।

 

মা দিবস

গেল রোববার পালিত হয়েছে বিশ্ব মা দিবস। মাত্র এক অক্ষরের শব্দ হলেও পৃথিবীর সবচেয়ে মধুর শব্দই ‘মা।  বিশ্বজুড়ে প্রতিবছরই মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস’ হিসেবে পালন করা হয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালন করা হয় মা দিবস। এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদনে।

 

 

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গেল রোববার বিশ্ব মা দিবস পালিত হয়েছে।  এবছর মা দিবসকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দিতে আলোচনা সভার আয়োজন করা হয়। তবে এই দিনটি ঈদের ছুটির পর পরই হওয়ায় কর্মসূচি ছিল কম। মানুষের উপস্থিতিও ছিল কিছুটা কম।   

বেশির ভাগ মানুষই মনে করেন, কোনো বিশেষ দিনক্ষণ ঠিক করে মায়ের জন্য ভালোবাসা নির্ধারণ করা যেমন সম্ভব নয় তেমনি প্রতিদিন জীবনের প্রতিটা ধাপেই মায়ের জন্য সন্তানের ভালোবাসা থাকে অব্যাহত। 

তবে সামাজিক বিশ্লেষক এবং শিক্ষাবিদদের কেউ কেউ মনে করেন,  বাংলাদেশের প্রেক্ষাপটে,  মা মানেই আত্মত্যাগ, মা মানেই সংসার এবং সন্তানের জন্য সর্বস্ব উজাড় করে দেয়ার সর্বোচ্চ সামাজিক চাপ। 

প্রতিটি দিনের প্রতিটা মুহূর্ত সন্তান ভালো থাকুক এমন চাওয়ার পাশাপাশি সন্তানকে ভালো রাখার চেষ্টায় জীবনের সবটুকু উজার করে দেন সমাজের বেশির ভাগ মা ই।  কিন্তু অনেক সময় উলটো চিত্র দেখা যায় মায়ের বেলায়। এই মমতাময়ী মাকেই সন্তানের কাছে হতে হয় হেয় প্রতিপন্ন। তবে এর সংখ্যা খুব বেশি নয় এবং দিন দিন সচেতনতা বৃদ্ধি এবং মানসিক উন্নয়নের মাধ্যমে এমন অবস্থার পরিবর্তন আসছে বলে মনে করেন বিশ্লেষকরা।  

প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবসের পালন করা হলেও আধুনিক সময়ে এর প্রবর্তন করেন এক মার্কিন নারী। ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের আনা জারভিস নামের একজন নারী মারা গেলে তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের কাজকে স্মরণীয় করে রাখার জন্য ওই বছর তিনি তার সান ডে স্কুলে প্রথম এ দিনটি মাতৃদিবস হিসেবে পালন করেন।

১৯১৪ সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রোববারকে মায়েদের জন্য উৎসর্গ করে দিবসটি পালন শুরু হয়। এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, রাশিয়া ও জার্মানসহ শতাধিক দেশে মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে।

চিক গ্র্যান্ডমা

মানুষের জীবনে সৌন্দর্য বয়সের উপর নির্ভর করে না। সব বয়সেই মানুষ হয়ে উঠতে পারে সুন্দর।  প্রবীণ বয়সেও র‌্যাম্পে হেঁটে তা প্রমাণ করেছেন কয়েকজন বয়োজ্যেষ্ঠ নারী মডেল। তাদের কথা শুনবো প্রতিবেদনে।

চিক গ্র্যান্ড মা নামে পরিচিতি তারা। আন্তর্জাতিক প্লাটফর্মেও করছেন মডেলিং। হাঁটছেন ফ্যাশন শোর র‌্যাম্পে । কিন্তু তারা কেউ প্রফেশনাল মডেল নন। আর সবচেয়ে বড় কথা এই মডেলদলের সদস্যদের গড় বয়স ৬৮ এর বেশি। এদের মধ্যে কয়েকজন আছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, গবেষক, সমাজকর্মী।  তারা ফ্যাশন ভালোবাসেন। তাই হাই হিল, ছিয়ংসাম পোশাক পরে, মেকআপ নিয়ে র‌্যাম্পে হাঁটছেন।

৭৭ বছর বয়সী সাং সিউচু ছিলেন একজন অটোমেটিক কনট্রোল ইঞ্জনিয়ার। বেইজিংয়ের বাসিন্দা এই নারী ৬২ বছর বয়সে অবসর গ্রহণ করেন। ১.৭ মিটার দীর্ঘ সাংয়ের সঙ্গে একজন মডেলিং কোচের আলাপ হয় হঠাৎ করে। তিনি বেইজিংয়ের ফাংথাই জেলার সিনিয়র মডেল টিমে যোগ দেন। বেইজিং ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক, প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়ে দর্শকদের কাছ থেকে সাদর সম্ভাষণ পেয়েছেন। তার মডেলিং ক্যারিয়ার এখন বেশ ভালো অবস্থায় রয়েছে।

থাং আইআই ছিলেন সরকারী কর্মকর্তা। অবসরের পর তিনি চিক গ্র্যান্ডমা দলে যোগ দিয়েছেনে এবং বেশ আনন্দের সঙ্গে মডেলিং করছেন।

এই দলের আরেকজন মডেল কুয়ো লিরং মনে করেন, শখ ও আনন্দ অর্জনের জন্য বয়স কোন বাধা নয়। প্রতিটি বয়সের রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্য।

চিক গ্র্যান্ড মা দল মনে করে মানুষের  সৌন্দর্য বয়সের উপর নির্ভর করে না। সব বয়সের মানুষই সুন্দর হতে পারে।

 

সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।

আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

সার্বিক  সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া

মা দিবস প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

চিক গ্র্যান্ডমা প্রতিবেদন: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী