বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন ই সুনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
বন্ধুরা, ছেন ই সুন ১৯৭৪ সালের ২৭ জুলাই চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন গায়ক ও অভিনেতা। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন ব্রিটেনের কিংস্টন বিশ্ববিদ্যালয় থেকে।
১৯৯৫ সালে ছেন ই সুন নতুন গায়কদের জন্য আয়োজিত এক সংগীত প্রতিযোগিতায় অংশ নেন ও চ্যাম্পিয়ন হন। এর মাধ্যমে তাঁর আনুষ্ঠানিক সংগীতজীবন শুরু হয়। আচ্ছা, এখন আমরা ছেন ই সুনের গাওয়া ‘জীবন’ গানটি উপভোগ করি।
ছেন ই সুনের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯৬ সালে। আর অ্যালবামটির নাম তার নিজের নামে রাখা হয়। ১৯৯৭ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। আচ্ছা, এখন আমরা ‘আর্ন্ট ইউ গ্ল্যাড’ গানটি শুনি।
বন্ধুরা, ১৯৯৮ সালে ছেন ই সুনের ‘বিশ্বের শ্রেষ্ঠ’ শীর্ষক গানটি বাজারে আসে। আর এই গানের মাধ্যমে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০০ সালে তিনি ‘গানের রাজা’ গেয়ে সংগীতমহলে বিশেষ মর্যাদা লাভ করেন।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন ই সুনের কণ্ঠে ‘প্রেমের কারণে’ গানটি। গানের কথায় বলা হয়, তোমাকে অতীতের একটি সিডি দেই, তখন আমাদের প্রেমের কথা শুনো। হঠাত্ ভুলে গেছি, আমি এখনো তোমাকে ভালোবাসি। আর সেই রকম গান গাইতে পারি না। মুখ লাল হয়ে যায়। যদিও সব ভুলে গেছি, আমি এখনো তোমাকে ভালোবাসি। কারণ প্রেম, সহজেই দুঃখ পায় না। তাই সব কিছু সুখময়।
আচ্ছা, শুনুন এই সুন্দর গান।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন ই সুনের গান ‘কথা বলো না’। গানের কথাগুলো এমন: নীল সমুদ্রে চাঁদের সাদা আলো। সমুদ্র দেখছি, তবে হৃদয় কোথায় উড়ে গেছে। শুনেছি, সে তোমাকে জানিয়েছে, সে তোমাকে পছন্দ করে। আমি কোথায় লুকাবো, জানি না। আমি ভাবছি, হয়তো তুমিও বোঝো, আমাদের মনের কথা।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ছেন ই সুনের গান ‘অনেক দিন দেখি নি’। গানের কথায় বলা হয়, আমি তোমার শহরে এসেছি, তোমার পথে হাঁটছি। কল্পনা করি, আমাকে ছাড়া তোমার জীবন। তোমার দেওয়া ছবি হাতে আছে, প্রতিটি রাস্তা আমার পরিচিত, তবে, শুধু তুমি নেই।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন ই সুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।
(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)