‘তোমার ফিরে আসার অপেক্ষা করি’
2022-05-12 18:03:39

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেং সিয়াং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ছেং সিয়াং, ১৯৮৯ সালের ২৬ মার্চ চীনের আনহুই প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। তিনি ‘আর যোগাযোগ করো না’ গানটি দিয়ে পরিচিত হয়ে ওঠেন।

 

২০১১ সালের অগাস্ট মাসে ছেং সিয়াং নিজের প্রতিনিধিত্বকারী গান ‘আমি কনে নই’ প্রকাশ করেন। ২০১২ সালের জুন মাসে তাঁর গান ‘আর যোগাযোগ করো না’, ‘কীভাবে ভুলে যাই’ ‘ও প্রিয়, তুমি জানো কি না’ প্রকাশিত হয়।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেং সিয়াং-এর কণ্ঠে ‘তোমার ফিরে আসার অপেক্ষা করি’ নামের গানটি। গানের কথাগুলো এমন: আমি ঠিক এখানে তোমার ফিরে আসার অপেক্ষা করি। আমি ঠিক এখানে মদ নিয়ে তোমার গল্প শোনার অপেক্ষা করি। লাখ লাখ মানুষের ভিড়ে তুমি নেই, বহুদূর অতিক্রম করে চুল সাদা হয়ে যায়। আমি এই জটিল বিশ্বে তোমার অপেক্ষা করি। মানুষের ভিড়ে তোমার অপেক্ষা করি। আমি সব তারার কোলে নেই, সব নদ-নদী পার হয়ে সমুদ্রে পরিণত হয়েছি।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ছেং সিয়াং-এর গান ‘বিদায়ের সেই দিন’। গানের কথাগুলো এমন: অবশেষে, তুমি আমার কাছে নেই, অবশেষে আমার দৃষ্টিতে তুমি নেই। আমাদের সম্পর্ক ছিন্ন হয়েছে। সেসব স্মৃতি আর রাখা যায় না। যদি সে আমার চেয়ে তোমাকে ভালো রাখে, তাহলে তার সঙ্গে থাকো। আমি সত্যি তোমাকে আর ভালোবাসি না। বিদায়ের দিনে অশ্রু আসতে পারে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ছেং সিয়াং-এর গান ‘তোমাকে প্রতিশ্রুতি দেই’। গানের কথাগুলো এমন: তোমাকে শীতের উষ্ণতার প্রতিশ্রুতি দেই, তোমাকে বসন্তের মিষ্টি প্রতিশ্রুতি দেই, তোমাকে বৃষ্টির দিনে ছাতা ধরার প্রতিশ্রুতি দেই, তোমাকে এই জীবনে আনন্দের প্রতিশ্রুতি দেই, তোমাকে চিরদিন ভালোবাসার প্রতিশ্রুতি দেই।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এখন শুনুন ছেং সিয়াং-এর গান ‘একটি ফুল, একটি দুনিয়া’। গানের কথায় বলা হয়, আকাশের তারা যেন তোমার চেহারার মতো, আসলে সবসময় তোমার কথা মিস করি। চোখ বন্ধ করে বাতাসের কথা শুনি, যেন তা তোমার কণ্ঠের মতো। একটি ফুল, একটি দুনিয়া, মনে শুধু তোমার উষ্ণতা।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেং সিয়াং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)