চীনা গায়িকা সিয়াও ইয়া সিউয়ান
2022-05-12 10:00:05


আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের বেশ জনপ্রিয় একজন গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তার নাম সিয়াও ইয়া সিউয়ান।  তিনি চীনা পপ সংগীত মহালে সবচেয়ে প্রভাবশালী একজন গায়িকা। তার অনেক গান চীন, পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ণ এশিয়ায় বেশ জনপ্রিয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন সিয়াও ইয়া সিউয়ানের জনপ্রিয় একটি গান ‘পরিচিত অপরিচিত মানুষ’।গান ১

 

সিয়াও ইয়া সিউয়ান ১৯৭৯ সালে তাইওয়ানের থাওইউয়ান শহরে জন্মগ্রহণ করেন। পরিবারের ঐতিহ্যবাহী শিক্ষা গ্রহণের জন্য সংগীত পছন্দ করলেও তার গায়িকা হওয়ার ধারণা ছিল না। ১৯৯৮ সাল পর্যন্ত সিয়াও ইয়া সিউয়ান বন্ধুর তীব্র উত্সাহে হংকংয়ের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় ভালো ফল অর্জন না করলেও তার সংগীত প্রতিভা একজন বিখ্যাত প্রযোজকের স্বীকৃতি পায়। এতে সিয়াও ইয়া সিউয়ান সেই প্রযোজকের কোম্পানিতে যোগ দিয়ে পেশাদার গায়িকা হন। ১৯৯৯ সালে তার প্রথম অ্যালবাম মুক্তি পায়। এই অ্যালবাম তাইওয়ানে ৫ লাখ কপি বিক্রি হয়, সিয়াও ইয়া সিউয়ানও চীনের বার্ষিক জনপ্রিয় নতুন গায়িকা হন। বন্ধুরা, এখন শুনুন সিয়াও ইয়া সিউয়ানের প্রথম অ্যালবামের একটি সুন্দর গান ‘তুমি আসো, তুমি যাও’।গান ২

 

২০০০ সালে সিয়াও ইয়া সিউয়ানের দ্বিতীয় অ্যালবাম ‘লাল গোলাপ’ প্রকাশ পায়। এই অ্যালবাম চীন দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্রের অনেক প্রযোজকের সহযোগিতায় তৈরি হয়। তাই এতে রয়েছে কোমল প্রেমের গান, পপ, R&B, রকসহ বিভিন্ন শৈলীর গান। আর সিয়াও সিয়া সিউয়ান সুন্দরভাবে গানগুলো গেয়েছেন। প্রথম অ্যালবামের চেয়ে এই অ্যালবাম আরো জনপ্রিয়; যা ২০০০ সালে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় চীনা অ্যালবাম হয়েছে। বন্ধুরা, এবার আমরা শুনবো এই অ্যালবামে খুব জনপ্রিয় একটি গান ‘একার চমত্কার জীবন’।গান ৩

 

২০০২ সালে সিয়াও ইয়া সিউয়ানের নতুন অ্যালবাম ‘ভালোবাসার প্রধান গান’ মুক্তি পায়। অ্যালবামের প্রধান গান ‘ভালোবাসার প্রধান গান’ প্রকাশের পরই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এতে প্রফুল্ল সুর ও শক্তিশালী ছন্দের মাধ্যমে নতুন যুগে নারীদের স্বাধীন ভালোবাসার কথা প্রকাশিত হয়। গানটি পরে সিয়াও ইয়া সিউয়ানের প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়।  আর এই অ্যালবাম থেকে তার প্রভাব চীন থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, ও দক্ষিন-পূর্ব এশিয়ার দেশে ছড়িয়ে পড়ে।  বন্ধুরা, এখন আমরা এই বেশ জনপ্রিয় গান ‘ভালোবাসার প্রধান গান’ শুনবো।গান ৪

 

স্বাধীন নারী সবসময় সিয়াও ইয়া সিয়ানের গানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০১০ সালে তিনি অ্যালবাম ‘Miss Elva’ প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান ‘Miss Elva’ ভালোবাসার প্রতি নারীর আত্মবিশ্বাস, স্বাধীন ও উত্সাহ প্রকাশিত। যা মুক্তির পরই চীনের সবচেয়ে জনপ্রিয় গানে পরিণত হয়। গানটিও অনেক সংগীত অ্যাওয়ার্ডসের পুরস্কার পায়। বন্ধুরা, এখন শুনুন সিয়াও ইয়া সিউয়ানের এই জনপ্রিয় গান ‘Miss Elva’।গান ৫

 

বন্ধুরা, এবার আমরা শুনবো চীনের একটি রোমান্টিক লোককাহিনীর সঙ্গে জড়িত গান। এই লোককাহিনীতে বলা হয়, একজন ছেলে ও মেয়ের দুঃখময় প্রেমের গল্প। তারা পরস্পরকে বেশ ভালোবাসলেও সামাজিক অবস্থানের ব্যবধানে তাদের পরিবার তাদের বিবাহ প্রতিরোধ করে। গভীর চাপ ও দুঃখে তাদের মৃত্যু হয়। মানুষজন তাদের প্রেমের জন্য মুগ্ধ হয় এবং তাদেরকে একসঙ্গে কবর দেয়। পরে দেখা যায় কবর থেকে দুটি প্রজাপতি একসঙ্গে উড়ে যাচ্ছে। এই লোককাহিনী অনুসারে বিভিন্ন চলচ্চিত্র ও টিভি নাটক রচনা করা হয়। আর ২০০৩ সালে সিয়াও ইয়া সিউয়ান এই চলচ্চিত্রের গান গেয়েছেন। গানের নাম ‘তুমি আমার মনের বিস্ময়’। বন্ধুরা এখন গানটি শুনি।গান ৬

 

গায়িকা হাওয়ার ২৩ বছরে সিয়াও ইয়া সিউয়ান অনেক জনপ্রিয় গান প্রকাশ করেছেন। যা একটি অনুষ্ঠানে বলে শেষ করা যাবে না। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে তার আরেকটি সুন্দর গান ‘Cappuccino’ শুনবো। আশা করি, আপনারা তাদের গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।