“শ্রীলঙ্কা পরিস্থিতি বাংলাদেশের জন্য সতর্কতা”
2022-05-12 19:16:47

ব্যবসাপাতির ৭৩তম পর্বে যা থাকছে:

# সয়াবিন তেল সংকট: মোকাবিলায় করণীয় কী? 

# চীনে শেষ বসন্ত বপনের প্রথম পর্বের কাজ

 

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“এক দিক দিয়ে শ্রীলঙ্কা পরিস্থিতি বাংলাদেশ সরকারের জন্য ভালো হয়েছে। বাংলাদেশ সরকার আগেই সতর্ক হয়ে গেছে। এরইমধ্যে বলেছে যে আমলাদের বিদেশ ভ্রমণ তারা সংকুচিত করবে, বিলাসবহুল পণ্য আমদানি সংকুচিত করবে। আর শ্রীলঙকা ও চায়নাকে জড়িয়ে যে বিতর্ক তার জবাবতো চীনা রাষ্ট্রদূত নিজেই বলেছেন যে সেরকম কোন ঋণের ফাঁদ বাংলাদেশে নেই। ফলে ওইদিক থেকে যে প্রক্রিয়াগুলো শ্রীলঙ্কাকে ক্ষতিগ্রস্ত করেছে, সেসবের কিছু লক্ষণ থাকলেও সে ব্যাপারে সরকারের কিছু সজাগ পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি।”

এম এম আকাশ
অধ্যাপক
অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়