বিলাওয়াল-ওয়াং ই ভিডিও বৈঠক
2022-05-12 11:30:06

 মে ১২: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টু জারদারির সঙ্গে এক ভিডিও বৈঠকে মিলিত হয়েছেন।

 ভিডিও বৈঠকে ওয়াং ই বলেন, পাকিস্তানের নতুন সরকার একটি জোট সরকার। যে কোনো সম্প্রদায় চীন-পাকিস্তান মৈত্রী গঠনের অবদানকারী ও দৃঢ় রক্ষক। চীন ও পাকিস্তানের সার্বক্ষণিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন অগ্রগতি অর্জিত হবে। চীন বরাবরই পাকিস্তানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দেশটিকে সমর্থন দিয়ে যাবে। পাশাপাশি দেশটির সঙ্গে উন্নয়নের কৌশল যুক্ত এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের গুণগত মানসম্পন্ন গঠনে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক বেইজিং।

 বিলাওয়াল বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে মিলিত হয়ে তিনি খুব খুশি। পাক-চীন মৈত্রী পাকিস্তানের কূটনৈতিক নীতির ভিত্তি এবং দেশটির কৌশলে সবসময় অগ্রাধিকার পায় এই মৈত্রী। যে কোন চ্যালেঞ্জের মেখে দু’দেশের মৈত্রী ধ্বংস হবে না।


তিনি বলেন, পাকিস্তান একচীন নীতিতে অবিচল আছে এবং তাইওয়ান, তিব্বত, সিনচিয়াং ও দক্ষিণ চীন সাগরসহ নানা বিষয়ে চীনের মনোভাবকে সমর্থন করে।


তিনি বলেন, পাকিস্তান আশা করে, দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং বাণিজ্যিক বিনিময় সম্প্রসারিত হবে। দেশটিতে আরও চীনা বিনিয়োগ আসবে এবং পাক-চীন অর্থনৈতিক করিডোর নির্মাণকাজে আরও অগ্রগতি অর্জিত হবে। (রুবি/এনাম/শিশির)