লিউ সি চুন
2022-05-11 14:20:41

লিউ সি চুন ১৯৮৮ সালের ৩০ এপ্রিল চীনের কুয়াং তোং প্রদেশের শেনজেনে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের পপসঙ্গীত গায়িকা ও সঙ্গীত প্রযোজক। তিনি সিংহাই কনজারভেটরি অব মিউজিকের পপসঙ্গীত বিভাগ থেকে স্নাতক হন।

সংগীতের প্রতি তাঁর সহজাত প্রতিভা দেখান। চার-পাঁচ বছর বয়সে তিনি পুরো একটি গান মুখস্ত করতে পারতেন। তখন যদিও তিনি গানের লিরিক্স বুঝতে পারতেন না, তবে খুব ভালভাবে গান গেতে পারতেন।

 

বন্ধুরা, সম্প্রতি তিনি হংকংয়ের চীনের কোলে ফিরে আসার ২৫তম বার্ষিকী উপলক্ষে হু নান টিভির একটি অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে তিনি বিখ্যাত গায়িকা ওয়াং ফেইর একটি খুব জনপ্রিয় ক্যান্টোনিজ ভাষার গানের কভার সংস্করণ করেন, গানের নাম “কোন অনুশোচনা নেই”। আমি গানটি অনেক পছন্দ করি।

 

২০০৪ সালে তিনি তাঁর একক গান “উইন্ডবেল রিং” প্রকাশ করেন। ২০০৬ সালে তিনি ব্রিটেনের বিখ্যাত গায়ক রবি উইলিয়ামসের গান “বেটার ম্যান”-এর রিমিক্স রেকর্ড করেন। ২০০৮ সালে তিনি একটি টিভি নাটকের সাউন্ডট্র্যাক অ্যালবামে প্রধান গায়িকা হিসেবে কাজ করেন। “আমাকে আর মিস করবে না” সাউন্ডট্র্যাক অ্যালবামটির প্রধান গান। 

 

২০০৯ সালে লিউ সি চুন হু নান টিভির “হ্যাপি গার্লস” নামক প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনালে পঞ্চম হন। ২০১০ সালে তিনি প্রথম একক অ্যালবাম “ভালোবাসার বাগান” প্রকাশ করেন। “আমি অত্যন্ত খুশি” অ্যালবামের একটি গান। গানটি এক সময় খুবই জনপ্রিয় ছিল। 

 

‘ভোর’ লিউ সি চুনের ২০১১ সালের মে মাসে প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম। এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো অ্যালবামের প্রযোজক হন। অ্যালবামটি বেশ কয়েকটি পুরস্কার জিতে। অ্যালবামের প্রস্তুতি নেয়ার সময় লিউ সি চুন প্রত্যেক প্রক্রিয়া ও লিঙ্কে অংশ নেন। অ্যালবামের শিরোনাম গান ‘ভোর’ ছাড়াও আজকে আমি আরো দুটো গান আপনাদের জন্য বাছাই করেছি। দুটো গানের নাম ‘তখনকার আমি’ ও ‘কিভাবে প্রেমের গান গাওয়া হয়’।

 

 গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে অনুষ্ঠানের শেষে আমি আপনাদের লিউ সি চুনের সর্বশেষ গান শোনাতে চাই। গানের নাম ‘ভালোভাবে কথা বলি’। গানটি আসলে গত ২৭ এপ্রিল প্রকাশিত একই নামের টিভি নাটকের থিম সং।

(প্রেমা/এনাম)