আজকের টপিক: চীনে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষাকাজের অগ্রগতি
2022-05-11 18:37:34

মে ১১: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রাকৃতিক পরিবেশ-সভ্যতা চিন্তাধারার আলোকে, চীনে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষাকাজে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে।


‘মহাকাশ থেকে তাকালে, ছিংহাই হ্রদকে—চীনের বৃহত্তম অভ্যন্তরীণ নোনাজলের হ্রদ—ছিংহাই-তিব্বত মালভূমির একটি বিশাল নীলকান্তমণির মতো লাগে। সর্বশেষ উপগ্রহ রিমোট সেন্সিং মনিটরিং ডেটা দেখিয়েছে যে, ছিংহাই হ্রদের জলভাগের এলাকা ৪৬২৫.৬ বর্গকিলোমিটারে পৌঁছেছে, যা ১০ বছর আগের তুলনায় প্রায় ২২০ বর্গকিলোমিটার বেশি। আগের বড় বালুকাময় জমি এখন পানিতে তলিয়ে জলাভূমিতে পরিণত হয়েছে। এই বিশাল পরিবর্তন চীনের প্রাকৃতিক পরিবেশ  সুরক্ষাসংক্রান্ত পুনরুদ্ধারকাজের জন্য গৃহীত ধারাবাহিক গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহের সুফল।’

পরিবেশগত সভ্যতা গড়ে তোলা মানুষের মঙ্গল ও জাতির ভবিষ্যতের সাথে সম্পর্কিত। সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, সাধারণ সম্পাদক সি চিন পিং পরিবেশগত সুরক্ষা এবং পুনরুদ্ধারের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছেন।


২০১৬ সালে চীনের দুই অধিবেশন চলাকালে প্রেসিডেন্ট সি যখন ছিংহাই প্রতিনিধিদলের সাথে আলোচনায় অংশ নেন, তখন তিনি জোর দিয়ে বলেছিলেন, ‘প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা যেন চোখ রক্ষার মতো’ এবং ‘নিজের প্রাণের মতোই প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা উচিত’। একই বছরের আগস্টে, প্রেসিডেন্ট সি ছিংহাই পরিদর্শনকালে বলেন, ছিংহাইয়ের সবচেয়ে বড় মূল্য, সবচেয়ে বড় দায়িত্ব এবং সবচেয়ে বড় সম্ভাবনা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে জড়িত।

২০২১ সালের জুন মাসে, প্রেসিডেন্ট সি পুনরায় ছিংহাই পরিদর্শন করেন। ছিংহাই হ্রদের পরী উপসাগরে তিনি জোর দিয়ে বলেন, ছিংহাই হ্রদের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও ব্যবস্থাপনায় সাফল্য অর্জন সহজ ছিল না; এ কাজ অব্যাহত রাখতে হবে।

সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, চীন পর্যায়ক্রমে বন আইন, তৃণভূমি আইন এবং পরিবেশগত সুরক্ষা ও পুনরুদ্ধারসম্পর্কিত অন্যান্য আইন সংশোধন করেছে; প্রাকৃতিক বনসম্পদ, চাষের জমি, তৃণভূমি, ইত্যাদি সুরক্ষা করেছে; এবং সামুদ্রিক পরিবেশগত সুরক্ষাব্যবস্থার ক্রমাগত উন্নতি ঘটিয়েছে।

একই সময়ে চীনে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষাসংক্রান্ত পুনরুদ্ধারে ধারাবাহিক  গুরুত্বপূর্ণ ও বড় সংখ্যক বাস্তবায়ন করা হয়েছে এবং ২৫টি পরীক্ষামূলক প্রকল্প সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হয়েছে।


‘বর্তমান চীনে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষাকাজসংক্রান্ত লাললাইন নির্ধারণের কাজ শেষ হয়েছে। ‘সানচিয়াংইউয়ান’, জায়ান্ট পান্ডা, সাইবেরিয়ান বাঘ ও চিতাবাঘসহ প্রথম দফার রাষ্ট্রীয় পর্যায়ের পার্ক প্রতিষ্ঠিত হয়েছে। এ বছর বেশ কয়েকটি নতুন জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হবে এবং প্রাকৃতিক পরিবেশের অবনতি ঠেকাতে যথাসাধ্য প্রচেষ্টা চালানো হবে। ছিংহাই-তিব্বত মালভূমি, ইয়াংজি নদীর অববাহিকা, হলুদ নদী বেসিনের মতো গুরুত্বপূর্ণ পরিবেশগত অঞ্চলে বাস্তুতন্ত্রের মান সামগ্রিকভাবে উন্নত করা হয়েছে।’

পরিবেশগত অবক্ষয় এবং অবনতি থেকে পরিবেশের ক্রমাগত উন্নতি পর্যন্ত, এটি গত দশকে ছিংহাই হ্রদের একটি টার্নিং পয়েন্ট এবং এটি চীনের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার ঐতিহাসিক চিত্রও বটে। চীনের উচ্চ-মানের উন্নয়ন আরও দৃঢ় এবং শক্তিশালী হবে।(ওয়াং হাইমান/আলিম/ছাই)