গ্রামীণ পুনরুদ্ধারে চীনা প্রতিভা লি চুন
2022-05-11 09:49:50

 

গ্রামীণ পুনরুদ্ধারে প্রতিভাধর ব্যক্তিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের অনুষ্ঠানে আমরা লি চুন নামে এক ছেলের গল্প বলব। ২০০৮ সালে চীনের সি ছুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্প হয়। লি চুনের জন্মস্থান সি ছুয়ানে। তখন ২৩ বছর বয়সি লি চুন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন এবং ১.৮ লাখ ইউয়ানের বার্ষিক বেতনের একটি চাকরি পেয়েছেন। ভূমিকম্প কবলিত বাড়িঘর দেখে তিনি শহরের চাকরি পরিত্যাগ করে গ্রামে ফিরে যাবার সিদ্ধান্ত নেন।

 

এখন লি চুনের বয়স ৩৭ বছর। তিনি ১২ বছর ধরে গ্রামের সিপিসি সম্পাদক হিসেবে কাজ করছেন। শহরের ভাল চাকরি ত্যাগ করার কারণ সম্পর্কে তিনি বলেন, অনেক তরুণ গ্রাম ছেড়ে শহরে যায়, আর আমি গ্রামে ফিরে এসেছি। যদি আমি এ দায়িত্ব পালন না করি, তাহলে  আমার গ্রাম কখনও দারিদ্র্যমুক্ত হতে পারবে না। তাই আমি একটু চেষ্টা করতে চাই।

 

গ্রামে ফিরে আসার তিন বছর পর তিনি সর্বোচ্চ ভোট পেয়ে গ্রামের সিপিসি সম্পাদক নির্বাচিত হন। পরিবহনের দুর্বলতা ছিল গ্রামটির দারিদ্রতার মূল কারণ। সম্পাদক নির্বাচিত হবার পর লি চুনের প্রথম কর্তব্য হয় রাস্তা নির্মাণ। অগাস্ট মাসের গরম দিনে তিনি অন্য প্রদেশ থেকে অভিজ্ঞতা লাভে ৪,০০০ কিলোমিটার পথ পাড়ি দেন এবং অর্থ সংগ্রহ করেন। এক মাসে তার ওজন ৫-৬ কেজি হ্রাস পায়। তার আন্তরিকতা দেখে অনেক বিনিয়োগকারী গ্রামটিতে এসে তার বাস্তবতা দেখতে রাজি হন।

লি চুন বলেন, যেদিন বিনিয়োগকারীরা গ্রামে আসেন সেদিন বৃষ্টি হচ্ছিল। গ্রামের রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেলে গাড়ি গ্রামে যেতে পারেনি। তাই লি চুন ২০ জনের বেশি বাসিন্দাকে নিয়ে গাড়িটিকে গ্রামে নিয়েছেন। এ দৃশ্য দেখে বিনিয়োগকারীরা অনেক অভিভূত হন এবং গ্রামে দুই লাখ ইউয়ান দান করেন। অনেক প্রচেষ্টা চালানোর পর লি চুন মোট ৮ লাখ ইউয়ান অর্থ সংগ্রহ করেন এবং সরকারের অর্থ সহায়তা নিয়ে ২০১০ সালে গ্রামে তিনটি ৬ কিলোমিটার সিমেন্টের রাস্তা নির্মিত হয়। তখন ঠিক চীনের বসন্ত উত্সবের সময়, সবার মতে এটা লি চুনের দেয়া সবচেয়ে ভাল নববর্ষের উপহার।

 

গ্রামটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত। তাই তার উন্নয়ন স্থানীয় বৈশিষ্ট্যের ওপর নির্ভর করছে। অনেক গবেষণা করার পর লি চুন সিদ্ধান্ত নিয়েছেন, সবাইকে নিয়ে ফল, সবজি চাষ এবং মুর্গি, হাস ও রাজহাসের লালনপালন করবেন। তার উদ্যোগে একটি সমবায় প্রতিষ্ঠিত হয় এবং স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যের ভিত্তিতে নিজের ব্র্যান্ড তৈরি করেন।

 

লি চুন বলেন, সিপিসির সাধারণ সম্পাদক সি চিন পিং বলেছেন, গ্রীন ও পরিষ্কার পানি ও পাহাড় স্বর্ণ ও রূপার মতো সম্পদ। আমরা স্থানীয়দের চাষকৃত গ্রীন ও বাস্তু কৃষি পণ্য আরও উচ্চ দামে বিক্রি করতে চাই।

 

২০১৪ সাল থেকে লি চুনের উদ্যোগে অনুদানের পরিবর্তে ‘ক্রয়’ অনুষ্ঠান অনেক বারের মতো আয়োজিত হয়। তার মানে শহরের মানুষ অনুদানের পরিবর্তে গ্রামের কৃষি পণ্য কিনবে। আর নিজের ব্র্যান্ডকে জনপ্রিয় করে তুলতে লি চুন প্যাকেজিংয়ে গ্রামবাসীর ছবি প্রিন্ট করেন। সবাই নিজের পণ্যের মুখপাত্র হন। ধাপে ধাপে গ্রাম উন্নত হচ্ছে এবং সবাই তরুণ এ নেতার উপর আস্থা রাখছেন।

 

একবার ঊর্ধ্বতনরা গ্রামে এসে লি চুনের কাজের খোঁজখবর নেন। তবে তখন গ্রামের বাসিন্দারা লি চুনের কোন প্রশংসা করেনি। গ্রামের বাসিন্দা হু চুন ই সত্যি কথা বলেন, সবাই লি চুনকে পছন্দ করেন এবং তার কাজ নিয়ে সন্তুষ্ট, তবে আমরা ভাবি, যদি ঊর্ধ্বতনদের সামনে তার প্রশংসা করি, তাহলে পরে তাঁকে অন্য গ্রামে স্থানান্তর করা হবে। আমরা লি চুনকে গ্রামে রাখতে চাই। তাই আমরা সত্যি কথা বলিনি।

 

লি চুনও গ্রামবাসীদের বুঝেন। তিনি বলেন, তারা আমাকে যেতে দিতে চায় না, তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি সারা জীবন এ গ্রামেই থাকব। এ গ্রামের উন্নয়নে অবদান রাখব।

২০১৮ সালে গ্রামটি দারিদ্র্যমুক্ত হয়। আর সে বছরে লি চুন জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হন। গেল কয়েক বছরে গ্রামে নির্মিত হয়েছে ৬৬৭ হেক্টর আধুনিক কৃষি পার্ক। পিচ, জৈব শাকসবজি চাষ এবং কচ্ছপ চাষ স্থানীয় বৈশিষ্ট্যময় শিল্পে পরিণত হয়েছে। গ্রামের বার্ষিক উত্পাদন পরিমাণ ২ কোটি ইউয়ানের বেশি। সম্প্রতি গ্রামে একটি নির্মাণ কারখানা চালু হয়েছে। গ্রামে নানা ধরনের শিল্প দেখা যায়। স্থানীয়দের আয় বৃদ্ধির পাশাপাশি গ্রামের পুনরুদ্ধারও বাস্তবায়ন হচ্ছে। লি চুন বলেন, গ্রামীণ পুনরুদ্ধার আমার এ প্রজন্মের মানুষের জন্য একটি সুযোগ। এমন প্রেক্ষাপটে যদি আরও বেশি তরুণ গ্রামে ফিরতে এবং থাকতে চায়, তাহলে ভবিষ্যতে গ্রামও শহরের চেয়ে ভাল জায়গায় পরিনত হতে পারবে। (শিশির/এনাম/রুবি)