মাঠ পর্যবেক্ষক তৌ খ্য
2022-05-10 17:07:12

মে ১০: আপনি কি কখনও একটি সাদা-চিতাবাঘ দেখেছেন? উত্তর-পশ্চিম চীনের ছিংহাই এবং কানসু প্রদেশের সংযোগস্থলে অবস্থিত ছিলিয়েন পর্বতাঞ্চল সাদা-চিতাবাঘের জন্মস্থান হিসেবে পরিচিত। ‘তুষার পর্বতমালার রাজা’ হিসাবে সাদা-চিতাবাঘের পায়ের ছাপ কিভাবে খুঁজে পাওয়া যায়? এক্ষেত্রে ফিল্ড ওয়াচার্স অথবা মাঠ পর্যবেক্ষকের কথা উল্লেখযোগ্য। মাঠ পর্যবেক্ষকগণ মূলত বনের বিভিন্ন বন্য প্রাণীর কার্যকলাপ ও তাদের চিহ্ন সংগ্রহ করেন এবং এসব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রাণীর বৈজ্ঞানিক গবেষণা চালানো হয়।

 

আগে তৌ খ্য’র এই পেশায় ছিলেন না। পেশাদার দক্ষতা অর্জনের পর তিনি একজন মাঠ পর্যবেক্ষক হন। তৌ খ্য’র দৈনন্দিন কাজ প্রধানত প্রাণী পর্যবেক্ষণ করা, ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা এবং কিছু ডেটা বিশ্লেষণ করা। যাতে, প্রাণীর অভ্যাস আরও ভালোভাবে বোঝা যায় এবং বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষা করা যায়।

 

তৌ খ্য’র ক্যামেরা ছয় মাস ধরে ছিলিয়েন পর্বতের গোপন জায়গায় রাখা হয়। মাঝখানে নানা আকস্মিক ঘটনা ঘটতে পারে। ক্যামেরায় কিছু ভালো ছবি দেখলে তিনি মনে করেন, নিজের সব প্রচেষ্টা সার্থক হয়েছে।

 

সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক পরিবেশের ওপর চীনের সুরক্ষার মাত্রা ক্রমাগত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ছিলিয়েন পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্য সুস্পষ্টভাবে উন্নত হচ্ছে। সুরক্ষিত অঞ্চলে বণ্যপ্রাণীর সংখ্যা দ্রুত বাড়ছে।

লিলি/তৌহিদ/শুয়ে