‘সুন্দর তৃনভূমি, আমার বাসা’
2022-05-10 18:53:25

জিয়াং ইয়াং চুও মা, ১৯৮৪ সালে চীনের সিছুয়ান প্রদেশের তিব্বত জাতি স্বায়ত্তশাসিত রাজ্যের দ্য ক্য জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চীনের খুবই জনপ্রিয় তিব্বতি জাতির নারী কণ্ঠশিল্পী। তিনি ২০০৫ সালে চীনের সিছুয়ান কনসার্ভাটারি অব মিউজিক থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি খুব সাধারণ একটি তিব্বতি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তবে ছোটবেলা থেকেই তিনি সংগীত সম্পর্কে অনেক আগ্রহী ও মেধাবী ছিলেন।

 

পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ হওয়ায় মাধ্যমিক স্কুল থেকে লেখাপড়া ছেড়ে দিয়ে জেলার একটি রেস্তরাঁয় চাকরি নেন। তিনি থালা-বাসন ধোয়ার কাজ থেকে খাবার পরিবেশক পর্যন্ত নানা কাজ করতেন। রেস্তোরাঁয় কাজের সময় রেস্তোরাঁর শিল্পী দলে শিল্পীর অভাব দেখা দিলে তিনি মাঝে মাঝে মঞ্চে উঠে গান গাইতেন। একবার রেস্তোরাঁর ভোজসভায় তার বিশেষ কণ্ঠ লক্ষ্য করেন এক কর্মকর্তা। তারপর সেই কর্মকর্তার সাহায্যে তিনি জেলার শিল্পী দলে ভর্তি হন। শিল্পী দলে ঢোকার পর তিনি খুব মনোযোগ দিয়ে সংগীতের বিভিন্ন বিষয় শেখেন এবং পরে তিনি কানজি তিব্বত জাতি স্বায়ত্তশাসিত রাজ্যের নৃত্যগীতি দলে যোগ দেন।

 

জিয়াং ইয়াং চুও মা ছোটবেলা থেকেই বাবা মাকে কৃষিকাজে সাহায্য করতেন। এর মাধ্যমে তার চরিত্র অনেক পরিশ্রমী ও দৃঢ় হয়ে ওঠে। তিব্বতের মালভূমিতে আবহাওয়া বেশি ঠাণ্ডা এবং অক্সিজেনের ঘাটতিও রয়েছে। জিয়াং ইয়াং চুও মার লেখাপড়া, জীবনযাপন এবং পারফর্মেন্স অনেক কঠিনতার মধ্যে দিয়ে যান। যত কঠিন হোক না কেন, জিয়াং ইয়াং চুও মা কখনই মাথা নত করেননি। মাঝে মাঝে পরিবেশ অনেক কষ্টকর হত যে, অক্সিজেনের ঘাটতির কারণে তার মাথা অনেক ব্যথা করত। জিয়াং ইয়াং চুও মা একটি শান্ত জায়গায় গিয়ে কিছুক্ষণ কাঁদতেন। তারপর অশ্রু মুছে আবারও হাসিমুখে কাজ করতেন।

 

বন্ধুরা, এখন শুনুন জিয়াং ইয়াং চুও মা’র গান ‘তোমার সঙ্গে তৃণভূমি দেখি’। গানের কথায় বলা হয়, কারণ আমাদের এই জীবনে বিশেষ সম্পর্কের সংযোগ আছে, তাই আমার একটি স্বপ্নই থাকে। তৃণভূমির সবচেয়ে সুন্দর ঋতুতে, তোমার সঙ্গে তৃনভূমি দেখি, সবুজ ঘাস দেখি, নীল আকাশ দেখতে যাই। তোমার সঙ্গে তৃণভূমি, সূর্যের আলো কত সুন্দর দেখায়।  তোমার সঙ্গে তৃণভূমি দেখি, ভালোবাসার কথা মনে রাখি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চিয়াং ইয়াং চুও মা’র গান ‘সুন্দর তৃনভূমি, আমার বাসা’। গানের কথাগুলো এমন: সুন্দর তৃনভূমি, আমার বাসা। বাতাস সবুজ ঘাস ও সুন্দর ফুল ছুঁয়ে আসে। রঙিন প্রজাপতি এবং পাখির গান, উট ও ঘোড়া মেঘের মত তৃনভূমিতে থাকে। সুন্দর তৃনভূমি, আমার বাসা, নদ-নদীর পরিচ্ছন্ন পানি, আমি তাকে ভালোবাসি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিয়াং ইয়াং চুও মা-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা