‘ছেলের মনের কথা’
2022-05-10 18:55:05

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চেং ইউয়ান-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

চেং ইউয়ান, ১৯৮২ সালের ২ নভেম্বর চীনের কুয়াংতুং প্রদেশের ইয়াং চিয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষার সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার। তিনি একই সঙ্গে বেইজিং অপেরা ইন্সটিটিউটের সংগীতের অধ্যাপক।

 

১৯৯৮ সালে চেং ইউয়ান ‘ছেলের মনের কথা’ নামে গানটি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। ২০০৫ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘সত্যি মনোযোগ দিয়ে তোমাকে ভালোবাসি’ প্রকাশিত হয়। এর মধ্যে ‘দশ হাজার যুক্তি’ তাঁর প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। সেই বছর তিনি চায়না মিডিয়া গ্রুপের নির্বাচিত ২০০৫ সালের শ্রেষ্ঠ নতুন কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন।

 

বন্ধুরা, এখন শুনুন চেং ইউয়ানের কণ্ঠে ‘ভালোবাসায় ভুল ও ঠিক নেই’। গানের কথাগুলো এমন: আমার প্রস্তুতি নেয়ার সময় নেই, আমাদের প্রতিশ্রুতি ভেঙে যায়। সবাই বলে ভালোবাসা অমূল্য, তবুও আমি শুধু ব্যথা বোধ করেছি। প্রেমে ভেঙে গেছে, তুমি চলে গেছ, আমি দুঃখকে ছেড়ে দিতে চাই। ভালোবাসায় কে ভুল, কে ঠিক, তা নির্ধারণ করা যায় না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন চেং ইউয়ানের গান ‘প্রেমের বন্দর’। গানের কথায় বলা হয়, কীভাবে তোমাকে বোঝাতে পারি, আমার এই হৃদয় শুধুই তোমার জন্যই। পৃথিবীর শেষ পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। তোমার সঙ্গে , শীতকালের আতশবাজি দেখবো। হয়তো স্মৃতি দুর্বল হয়, হয়তো তোমার দুঃখ আমাকে বলতে চাও না। আজ রাতে তুমি কি আমার কথা মনে করছো? তুমি বিশ্বাস করো, আমি প্রেমের বন্দরে তোমার অপেক্ষা করছি।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন চেং ইউয়ানের গান ‘সহনশীলতা’। গানের কথাগুলো এমন: তুমি আমাকে বলেছো, শীতকাল প্রেমের জন্য উপযোগী। কারণ প্রেম মানুষকে উষ্ণ করতে পারে। আমি হয়তো জানি না, ভালোবাসাও পুরানো হতে পারে। তোমার সঙ্গে শীতকালে আলিঙ্গন করি, তুমি আমাকে বলেছো, তোমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দেই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন চেং ইউয়ানের গান ‘অপেক্ষা’। গানের কথায় বলা হয়, তোমার পার্ফিউমের গন্ধ নাকে আসে। এত পরিচিত তবুও অপরিচিত। আগের সরল হারিয়েছে। ভালোবাসা নাকি ঘৃণা, আমি বুঝতে পারছি না। আমি ছেড়ে দিতে চাই, তবু্ দ্বিধা করি। হিমায়িত হৃদয় আবার উষ্ণ হতে যাচ্ছে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চেং ইউয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)