মে ৮: গ্রীষ্মের প্রথম দিকে মরিচের চারা ব্যবস্থাপনা, সুরক্ষা ও রোপণের একটি গুরুত্বপূর্ণ সময় শুরু হয়। কুইচৌ প্রদেশের ছোংচিয়াং জেলার মরিচ-ক্ষেতে গ্রামবাসীরা মরিচের চারা পরিচর্যা ও সুরক্ষায় ব্যস্ত আছেন। এ বছর চাষিদের দুই কোটি ২৬ লাখ শ্রেষ্ঠ মানের চারা দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। গোটা জেলায় মরিচ চাষ করা হয়েছে প্রায় ৯৫৩.৩ হেক্টর জমিতে। এর বার্ষিক আউটপুট প্রায় ৪ কোটি ২০ লাখ ইউয়ানেরও বেশি। ফলে স্থানীয় কর্মসংস্থানের সুযোগ ও আয় বৃদ্ধি পেয়েছে।
(লিলি/তৌহিদ/শুয়েই)