রোববারের আলাপন-চীনে আরো উন্নত হচ্ছে গণশরীরচর্চা পরিষেবা
2022-05-08 06:36:37


আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু এনাম ও আকাশ।


আকাশ: বন্ধুরা, সম্প্রতি চীনে আরো বেশি উচ্চ মানের গণশরীরচর্চা সেবা ব্যবস্থা নির্মাণ-বিষয়ক দিক-নির্দেশনা প্রকাশিত হয়েছে। এতে মোট ৮টি খাতের ২৯টি নতুন ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়েছে। তা চীনের গণশরীরচর্চার ক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা প্রদান করেছে। 


২০২১ সালের শেষ দিক পর্যন্ত চীনে গড় স্টেডিয়ামের আয়তন ছিল প্রায় ২.৫ বর্গমিটার, আর তখন মোট জনসংখ্যার প্রায় ৪০শতাংশ মাঝে মাঝে শরীরচর্চা করতেন। 


দেশের বিভিন্ন অঞ্চলে গণশরীরচর্চা সেবার জন্য নানা ব্যবস্থা নেয়া হচ্ছে। চে চিয়াং প্রদেশে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পদ্ধতি তৈরি হয়েছে। এতে বলা হয়, চে চিয়াং প্রদেশের বিভিন্ন অঞ্চলের গণশরীরচর্চা স্থাপনা খোলা থাকার সময় প্রতি সপ্তাহে ৭০ ঘণ্টার বেশি নিশ্চিত করতে হবে। চে চিয়াং প্রদেশের খেলাধুলা ব্যুরোর প্রধান জানান, গত তিন বছরে ১২০টি গণশরীরচর্চা স্থাপনার জন্য প্রতি বছর ২ কোটি ইউয়ান বরাদ্দ করা হয়েছে। ফলে জনগণ এসব স্থাপনা বিনামূল্যে বা কমমূল্যে ব্যবহার করতে পেরেছে। এবছরে তা ৪ কোটি ইউয়ানে উন্নত হবে। তিনি আরো জানান, ‘চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা’ বাস্তবায়নকালে চে চিয়াং প্রদেশে মোট ২৫০টি খেলাধুলা পার্ক ও ২৫০টি ফুটবল মাঠ নির্মাণ করা হবে। 


আকাশ: বন্ধুরা, আমি ঢাকার উত্তরায় থাকার সময় প্রতিদিনই উত্তরার পার্কে গিয়ে শরীরচর্চা করতাম। উত্তরায় অনেক পার্ক রয়েছে। শরীরচর্চার জন্য উত্তরা আসলে অনেক সুবিধাজনক স্থান। প্রতিদিনই আমি পার্কে দৌঁড়াতাম। তখন দেখতাম সেখানে কেউ ক্রিকেট খেলছেন, কেউ হাঁটাহাঁটি করছেন, এবং কেউ ব্যাডমিন্টন খেলছেন। তারা তখন অনেক আনন্দে সময় কাটাতেন। দৌঁড়ানোর পর আমি একটি ডাব কিনে খেতাম। আসলে ওই দিনগুলো আমি এখনো অনেক মিস করি।