সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। চলতি বছরের পঞ্চিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মর্বাষিকী। অনুষ্ঠানের শুরুতেই বিশ্বকবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। চীনে রবীন্দ্রচর্চা ও নজরুলচর্চার দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। চীনে বাংলা ভাষা ও সাহিত্যের প্রসারে এ দু’জন মহান কবির অপূর্ব ভূমিকা রয়েছে। আজকের এ বিশেষ দিনে আমরা তাদের কথা স্মরণ করে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদানের বিষয় নিয়ে আলাপ করবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডাঃ সৌমিত্র শেখর দে। তিনি বতর্মানে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল গবেষণা কেন্দ্র’-এর পরিচালক ও ‘নজরুল-অধ্যাপক’ হিসেবে কাজ করেছেন। চলুন, কথা বলি অধ্যাপক সৌমিত্র শেখরের সঙ্গে। (স্বর্ণা/আলিম)