মে ৭: সম্প্রতি, ভারতের তামিলনাড়ু রাজ্যের পুডুকোতাই অঞ্চলে মাছ ধরার উৎসব উদযাপন করা হয়। এটি এমন একটি উৎসব, যেখানে স্থানীয়রা ধান কাটার পরবর্তী সময় উদযাপন করেন।
মাঝ-নদীতে গ্রামবাসীরা জাল ও বাঁশের ঝুড়ি নিয়ে মাছ ধরেন। যেহেতু বর্ষাকাল এখনও আসেনি, তাই এসময় পুকুর ও হ্রদে খুব কম পানি দেখা যায়। তাই, মাছ ধরা বেশ সহজ।
লিলি/তৌহিদ/শুয়ে