চীনের ২৪ সৌরপদের অন্যতম লি সিয়া
2022-05-06 19:52:53

আগামীকাল চীনের লি সিয়া সৌরপদ। এটি গ্রীষ্মকালের প্রথম সৌরপদ। চীনে গ্রীষ্মকালে সর্বপ্রথম ফুটে গোলাপঝাড়। এ ফুলের নানা রঙ রয়েছে, তবে গোলাপী ও সাদা রঙের ফুল বেশি দেখা যায়।

 

চীনের অতীতকালে অনেক কবিতায় এ ফুলের মধ্য দিয়ে নারীকে বর্ণনা করা হয়েছে। কবিতার লাইনগুলোতে গোলাপঝাড়ের কোমল সৌন্দর্য্য তুলে ধরা হয়েছে।

 

চীনা চিকিত্সকদের মতে গোলাপঝাড়ের মূল থেকে পাতা ও ফুল পর্যন্ত ওষুধের ভালো উপাদান রয়েছে। একে ব্যবহার করলে শরীর থেকে গ্রীষ্মকালের উত্তাপ ও আদ্রতা দূর হয়। শুকনো গোলাপঝাড় চাউলের সঙ্গে জাউ করে খেলে শরীর সুস্থ থাকে।


 

চীনের লি সিয়া সৌরপদে রয়েছে নানা মজার রীতি।  কথিত আছে, লি সিয়া আসলে বুকের সামনে ডিম টাঙালে শিশুরা গ্রীষ্মের অসুবিধা থেকে রক্ষা পাবে। তাই প্রতি লি সিয়ার দিনে বাবা-মায়েরা রঙিন সুতা দিয়ে তৈরি ব্যাগে একটি ডিম রেখে শিশুদের বুকের সামনে ঝুলিয়ে দেন। শিশুরা ডিম তত্ক্ষণিকভাবে খায় না। তারা ডিমে নানা ছবি আকে এবং ডিমের লড়াই খেলে।

 

ডিমের লড়াই খুব সহজ। প্রত্যেকে নিজের ডিমের সঙ্গে অন্যদের ডিমের ধাক্কা লাগায়। এভাবে ডিম দিয়ে তারা ধাক্কাধাক্কি খেলে। সবার শেষে যে ডিমটি ভেঙে যায়, সেটি জয়ী হয় এবং একে ডিমের বড় রাজা হিসেবে চিহ্নিত করা হয়। আর একইভাবে ছোটো রাজা নির্বাচন করা হয়। খুব মজার, তাই না?

 

এ সৌরপদে সবাই নিজের ওজন মাপে। অনেকে মনে করে, এদিন ওজন মাপলে গ্রীষ্মের উত্তাপ থেকে শরীর রক্ষা পায়।


সুপ্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আজকের অনুষ্ঠান কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে, এবং আপনার কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ইমেইল লিখতে ভুলবেন না। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn এবং wangdanhong@cri.com.cn। আপনারা আমাদের ফেসবুকেও কমেন্ট করতে পারেন। আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন। আগামী সপ্তাহে আবারও কথা হবে।