চীনে গ্রীষ্মের সূচনা করলো লি সিয়া
2022-05-05 18:46:20

মে ৫: আজ (বৃহস্পতিবার) চীনে লি সিয়া। লি মানে শুরু, আর সিয়া মানে গ্রীষ্মকাল। লি সিয়া চীনের ২৪টি সৌরপদের সপ্তম এবং গ্রীষ্মকালের প্রথম সৌরপদ।

 

লি সিয়া’র পর থেকে তাপমাত্রা বেড়ে যায়। ভীষণ গরম পড়ে। মাঝে-মাঝে বজ্রবৃষ্টিও হয়। বসন্তকালে রোপণ করা শস্য গ্রীষ্মকালে দ্রুত বড় হয়।

 

এসময় উত্তর চীনে শীতের গম ফুল ফুটে এবং ধানের চারা চাষ নিয়ে ব্যস্তত সময় কাটায় লোকেরা। লি সিয়া কৃষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সৌরপদ। খাদ্যশস্য কেমন হবে, তা এ সৌরপদে কৃষকরা জানতে পারে।

 

অতীতকালে চীনের রাজারা এদিন গ্রীষ্মকালকে স্বাগত জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করতেন।

 

 

(রুবি/এনাম/শিশির)