হুয়াং ই তা
2022-05-05 10:55:18


 

আজকের অনুষ্ঠানে একজন চীনা গায়ক ও অভিনেতার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম হুয়াং ই তা।  বেশি গান প্রকাশ না করলেও তার কিছু গান অনেক জনপ্রিয় ও ক্লাসিক।  বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন তার একটি সুন্দর গান ‘হালকা আলো’।গান ১

 

হুয়াং ই তা ১৯৭৯ সালে সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন।  ছোট থেকে তিনি গান গাইতে পছন্দ করেন।  ১৫ বছর বয়সে তিনি নিজে গিটার শিখেছেন এবং পরে সংগীত অ্যাকাডেমিতে ভর্তি হয়ে গান রচনা শিখেন। সেই সময় গান রচনায় তার উচ্চ প্রতিভা দেখা যায়। স্কুলে তার রচিত একটি গান তখনকার জনপ্রিয় গায়িকার অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। ২০০৩ সালে হুয়াং ই তা চীনের বিখ্যাত পরিচালক ওয়াং চিয়া ওয়েইর চলচ্চিত্র ‘সাবওয়ে’র জন্য প্রধান গান রচনা করেন, এর মাধ্যমে তিনি শোবিজ জগতে প্রবেশ করেন এবং অনুষ্ঠানিকভাবে পেশাদার গায়ক হন। বন্ধুরা, এখন হুয়াং ই তা রচিত সুন্দর গান ‘সাবওয়ে’ শুনুন।গান ২

 

২০০৪ সালে হুয়াং ই তা তাইওয়ানে তার প্রথম অ্যালবাম ‘সংজ্ঞায়িত করা যাবে না’ প্রকাশ করেন। অ্যালবামের সব গান তার নিজের রচনা এবং তিনি এই অ্যালবামের প্রয়োজক। অ্যালবাম প্রকাশের পরই অনেক জনপ্রিয় হয়ে ওঠে। তিনি এজন্য সেই বছরের শ্রেষ্ঠ নতুন গায়কের পুরস্কার পান। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে ওয়াং ই তার একটি জনপ্রিয় গান ‘মাইক্রোস্কোপে প্রেম’।গান ৩

 

২০০৫ সালে হুয়াং ই তার দ্বিতীয় অ্যালবাম ‘একসক্লুসিভ পাসওয়ার্ড’ মুক্তি পায়। গত অ্যালবামের মত এই অ্যালবামের সব গান তার নিজের রচনা। অ্যালবামের প্রধান গান ‘সেই মেয়ে আমাকে বলে’ প্রকাশের পরপরই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। গানটি চীনের তাইওয়ান, হংকং, মূলভূখণ্ডসহ অনেক অঞ্চলের সংগীত অ্যাওয়ার্ডসের বার্ষিক সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার পায় এবং তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। এই গান হুয়াং ই তা নিজের বাস্তব অভিজ্ঞতা অনুসারে লিখেছেন, এতে বলা হয় একটি দুঃখের প্রেমের গল্প। হুয়াং ই তার কোমল কণ্ঠ ও মুগ্ধকর কথায় অনেকের একই অনুভূতি সৃষ্টি করেছে। বন্ধুরা, এখন ওয়াং ই তার এই বেশ জনপ্রিয় গান ‘সেই মেয়ে আমাকে বলে’ শুনুন।গান ৪

 

হুয়াং ই তার একটি হাসিখুশি চেহারা হলেও তার কণ্ঠ ও সুরে এক ধরনের দুঃখের বৈশিষ্ট্য টের পাওয়া যায়। আর তিনি সবসময় সংগীতের মাধ্যমে জীবনের সূক্ষ্ম ব্যাপার ও অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে পারেন। তাই যখন তিনি দুঃখের গান গান তখন তিনি সবসময় মানুষকে মুগ্ধ করতে পারেন।  এটাই তার সংগীতের আকর্ষণীয় বৈশিষ্ট্য। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো হুয়াং ই’র একটি জনপ্রিয় গান ‘নীল আকাশ’।গান ৫

 

২০০৮ সালে হুয়াং ই তা নতুন অ্যালবাম ‘নিজের জন্য রচিত গান’ প্রকাশ করেন। তখন হল তার গান রচনার ১০ম বছর।  এই ১০ বছরের সংগীত অভিজ্ঞতা থেকে তিনি এই অ্যালবাম তৈরি করেন। এতে অন্তর্ভুক্ত রয়েছে তার বিভিন্ন সংগীত। প্রতিটি গান অর্থপূর্ণ, আর দর্শকরাও এর মাধ্যমে একজন গায়কের পরিপক্ব হওয়ার প্রক্রিয়া দেখতে পায়। মানুষরাও এসব গান থেকে একই অনুভূতি লাভ করতে পারে। বন্ধুরা, এখন আমরা শুনবো হুয়াং ই তার একটি সুন্দর গান ‘নিজের জন্য রচিত গান’।গান ৬

 

২০১১ সাল থেকে গান গাওয়া ছাড়া হুয়াং ই তা টিভি নাটক, চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন।  এরপর তিনি অল্প কিছু গান প্রকাশ করেছেন। তবে, তার প্রকাশিত গানগুলো এখনও বেশ জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে হুয়াং ই তার আরেকটি সুন্দর গান ‘ভালোবাসা কীভাবে শেষ হয়’ শুনবো। আশা করি আপনারা এসব গান পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।