কপিরাইটের ক্ষেত্রে বিশ্বের একমাত্র মানবাধিকার চুক্তি-মারাকেশ চুক্তি চীনে কার্যকর
2022-05-05 17:52:01

মে ৫: বিশ্বের প্রথম এবং এখনো পর্যন্ত কপিরাইটের ক্ষেত্রে একমাত্র মানবাধিকার চুক্তি-‘অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য মুদ্রণ অক্ষমদের জন্য প্রকাশিত কাজগুলিতে অ্যাক্সেসের সুবিধা দেওয়ার জন্য মারাকেশ চুক্তি’ আজ ৫ মে (বৃহস্পতিবার) চীনে কার্যকর হয়। এ চুক্তি মুদ্রণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংস্কৃতি ও শিক্ষার সমান প্রবেশাধিকার নিশ্চিত করবে।

২০১৩ সালের জুন মাসে বিশ্ব মেধাস্বত্ব সংস্থা মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত একটি কূটনৈতিক সম্মেলনে চুক্তিটি গ্রহণ করে। চীন চুক্তিটির প্রথম স্বাক্ষরকারী দেশগুলোর অন্যতম। এ চুক্তি ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর কার্যকর হয় এবং এখন এর ৮৪টি স্বাক্ষরকারী দেশ রয়েছে।

চীন সবসময় দৃষ্টি প্রতিবন্ধীসহ বোধশক্তির প্রতিবন্ধকতা বা শারীরিক অক্ষমতার কারণে সাধারণত পড়তে পারে না—এমন ব্যক্তিবর্গের সাহিত্যকর্ম উপভোগ করা এবং সমান ভিত্তিতে শিক্ষা গ্রহণের অধিকার নিশ্চিত করার ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। ১৯৯১ সালের ১লা জুন থেকে কার্যকর হওয়া কপিরাইট আইনে বলা হয়েছে, একটি প্রকাশিত লিখিত পান্ডুলিপি ব্রেইলে পরিবর্তিত এবং প্রকাশ করতে চাইলে, এ লেখাটির কপিরাইট মালিকের অনুমোদন ছাড়াও প্রকাশ করা যেতে পারে।

২০২০ সালের ১১ নভেম্বর চীনে কপিরাইট আইনের তৃতীয় সংশোধন সম্পন্ন হয় এবং ২০২১ সালের ১লা জুন থেকে কার্যকর হয়। সংশোধিত কপিরাইট আইন অনুযায়ী, ডিসলেক্সিয়া আক্রান্ত ব্যক্তিদের কাছে প্রকাশযোগ্য যে কোনো রূপে সরবরাহ করা যায়। ২০২১ সালের অক্টোবর মাসে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ৩১তম সম্মেলনে এ চুক্তির অনুমোদন দেওয়া হয়।

মারাকেশ চুক্তি অনুযায়ী চুক্তিবদ্ধ পক্ষগুলোকে কপিরাইট সীমাবদ্ধতা ও ব্যতিক্রমগুলো নির্ধারণ করতে হবে, যাতে মুদ্রণ প্রতিবন্ধীদের সাহিত্য ও অন্যান্য রচনা উপভোগ করা এবং শিক্ষা গ্রহণের সমান অধিকার নিশ্চিত করা যায়। মারাকেশ চুক্তির সুবিধাভোগীদের মধ্যে শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিই আছেন তা নয়, সেই সাথে এমন গোষ্ঠীও অন্তর্ভুক্ত যারা অন্যান্য কারণে যেমন দৃষ্টি প্রতিবন্ধকতা, বোধশক্তির প্রতিবন্ধকতা বা শারীরিক অক্ষমতার কারণে সাধারণত পড়তে পারেন না।

প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বিতীয় জাতীয় নমুনা জরিপের ফলাফল অনুসারে, চীনে প্রায় ১ কোটি ৭৩ লাখ ২০ হাজার দৃষ্টি প্রতিবন্ধী রয়েছেন, আর বোধশক্তির প্রতিবন্ধকতা বা শারীরিক অক্ষমতার কারণে সাধারণত পড়তে পারেন না—এমন  মানুষের সংখ্যা আরো বেশি। মারাকেশ চুক্তি চীনে কার্যকর হওয়ার পর দৃষ্টি প্রতিবন্ধকতা বা বোধশক্তির প্রতিবন্ধকতা বা শারীরিক অক্ষমতার কারণে সাধারণত পড়তে পারেন না—এমন মানুষের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবন ব্যাপকভাবে সমৃদ্ধ হবে, তাদের শিক্ষার স্তর উন্নত হবে এবং চীনের চমত্কার সাহিত্যকর্মগুলোর বিদেশে প্রচার বাড়বে।

চীনের জাতীয় কপিরাইট ব্যবস্থাপনা ব্যুরোর দায়িত্বশীল ব্যক্তি এর আগে জানিয়েছিলেন যে, তারা মারাকেশ চুক্তি বাস্তবায়নে প্রচেষ্টা চালাবেন, সমর্থনকারী ব্যবস্থাকে আরও উন্নত করবেন, চীনের বাস্তব অবস্থার সাথে সঙ্গতি রেখে বাস্তবায়ন ব্যবস্থা প্রণয়ন করবেন, নির্দেশিকা এবং তত্ত্বাবধানকে শক্তিশালী করবেন। তারা বিশ্ব মেধাস্বত্ব সংস্থার সাথে সহযোগিতা জোরদার করবেন বলেও তিনি জানান। (ইয়াং/আলিম/হাইমান)