তিব্বতে প্রশান্তি খুঁজে পেয়েছেন চিত্রশিল্পী চিয়াং ইয়োং
2022-05-01 19:10:13

মে ১: চীনের বিখ্যাত চিত্রশিল্পী চিয়াং ইয়োং তিব্বতের থাং-কা শিল্প ও সংস্কৃতি সমিতির ভাইস চেয়ারম্যান। তিনি যুক্তরাষ্ট্র, বৃটেন, জার্মানি, নেপাল ও মালয়েশিয়াসহ নানা দেশে শিল্প প্রদর্শনী আয়োজন করেছেন।

 

চিয়াং ইয়োং বলেন, তিনি ২০০০ সালে তিব্বতে এসেছেন। তিব্বতের সংস্কৃতি ধারণ করা তরুণদের স্বপ্ন। তিনি নতুন শতাব্দির শুরুতেই তাঁর স্বপ্ন বাস্তবায়ন করেছেন।

 

তিব্বতের বায়ু, সূর্যালোক ও অনেক গল্প তাঁর প্রাণের সঙ্গে মিশে গেছে। তাঁর অনেক ছবিতে তিব্বতের স্মৃতি রয়েছে।

(রুবি/এনাম/শিশির)