রোববারের আলাপন-চীনা দাদুদের শরীরচর্চার গল্প
2022-05-01 19:54:51

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু এনাম ও আকাশ।


এনাম: আমরা আগে চীনের গণশরীরচর্চার অনেক গল্প আমাদের বন্ধুদের সাথে শেয়ার করেছি। আপনি কি এসব গল্প পছন্দ করেন?


এনাম:...


আকাশ: আচ্ছা আজকে তাহলে আমরা আরেকটি গল্প আমাদের বন্ধুদের সাথে শেয়ার করব, কেমন?


আকাশ: বন্ধুরা, চীনের শি আন শহরের ছাং আন স্কয়ারে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় অনেক দাদুরা জড়ো হন। তাদের গড় বয়স হচ্ছে ৫০ এবং সর্বোচ্চ বয়স ৭০ বছর। তাদের একটি অভিন্ন শখ রয়েছে, তা হচ্ছে শরীরচর্চা। তারা ‘ছান আন শরীরচর্চা ইউনিয়ন’ নামক একটি সমিতি প্রতিষ্ঠা করেছেন।  

ছাও আন চিয়াং এ বছর ৫১ বছর পার করেছেন। তিনি এ সমিতির প্রতিষ্ঠাতা। ২০০৮ সাল থেকেই তিনি এখানে শরীরচর্চা করে আসছেন। তাঁর উত্সাহে অনেক প্রবীণ এ শরীরচর্চা দলে অংশগ্রহণ করেছেন। 


প্রতিদিন সকাল ৮টায় সবাই শরীর উষ্ণ করা শেষ করেন। তার পর তারা শরীরচর্চা শুরু করেন। 


ঊনষাট বছর বয়সী চৌ ইং ছেং বলেন, “আমি এখানে চারটি বছর ধরে সবার সাথে শরীরচর্চা করছি। আমার শরীর দিন দিন আগের চেয়ে ভালো হচ্ছে”। 


তিনি বলেন, এখন শরীরচর্চা তাঁর একটি অভ্যাসে পরিণত হয়েছে। সকালে এবং সন্ধ্যায় আলাদভাবে দুই ঘন্টা শরীরচর্চা করেন তিনি। তাদের দলের সবাই আদানপ্রদান এবং অগ্রগতি করছেন। তাই তারা অনেক খুশি থাকেন। 


ছাও আন চিয়াং বলেন, তাদের স্লোগান হচ্ছে “আমি শরীরচর্চা করি; আমি সুস্থ এবং আনন্দিত”। সমিতির সদস্যরা অনেক বছর শরীরচর্চা করার কারণে সবার শারীরিক অবস্থা অনেক ভাল। 

এনাম, দাদুদের গল্প শুনার পর আপনার কেমন লাগছে? 

এনাম:….

এনাম, বাংলাদেশে আপনি কি এ ধরনের গল্প শুনেছেন? আমাদের সাথে কি শেয়ার করতে পারবেন?

এনাম:….

আকাশ: বন্ধুরা, আমি দাদুদের গল্প শুনার পর অনেক উত্সাহিত এবং আনন্দিত হই।  চলুন, আমরা সবাই শরীরচর্চায় মনোনিবেশ করি।