চীনে পরিবেশের স্থিতিশীল উন্নয়ন
2022-04-29 11:02:01

সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের ২০২১ সালের পরিবেশগত অবস্থা ও পরিবেশ রক্ষার লক্ষ্য বাস্তবায়নের অবস্থা সংক্রান্ত প্রতিবেদন ১৩তম জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ৩৪তম সম্মেলনে পর্যালোচনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে সারা চীনে প্রাকৃতিক পরিবেশের ব্যাপক উন্নতি হয়েছে। পরিবেশগত অবস্থাও স্থিতিশীল রয়েছে।

 

চীনের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় পরিষদ প্রতিবছর জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির কাছে পরিবেশগত অবস্থা ও পরিবেশ রক্ষার লক্ষ্য বাস্তবায়নের অবস্থা সম্পর্কে প্রতিবেদন উত্থাপন করে। চলতি বছর চীনের রাষ্ট্রীয় পরিষদ সপ্তমবারের মতো প্রতিবেদন উত্থাপন করেছে।

 

প্রতিবেদন উত্থাপনের সময় প্রাকৃতিক পরিবেশ মন্ত্রী হুয়াং রুন ছিই বলেন, ২০২১ সালে সারা চীনে প্রাকৃতিক পরিবেশ ব্যাপক উন্নত হয়ছে। জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নের পরিকল্পনায় প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে ৮টি বাধ্যতামূলক সূচক সম্পন্ন হয়েছে।

 

তিনি বলেন, ‘সারা চীনে বায়ুর অবস্থা অব্যাহতভাবে সুষ্ঠু হচ্ছে। সুষ্ঠু বায়ু থাকার দিনের পরিমাণ ছিল ৮৭.৫ শতাংশ, যা আগের বছরের তুলনায় ০.৫ শতাংশ বেশি। পিএম-২.৫-এর গড় পরিমাণ কমে প্রতি কিউবিক মিটারে ৩০ মাইক্রোগ্রাম ছাড়িয়েছে। টানা দুবছর ধরে পিএম-২.৫ ও অক্সিজেন-৩-এর ঘনত্ব কমেছে। আঞ্চলিক শহরগুলোর মধ্যে ২১৮টি শহরের বায়ু আদর্শ মানদন্ডে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ১২টি বেশি। ইয়াংচি নদী ও চু চিয়াং নদীতে পানির অবস্থা সুষ্ঠু রয়েছে। ইয়েলো নদীর পানির অবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে’।

 

প্রতিবেদনে বলা হয়েছে,  তবে প্রাকৃতিক পরিবেশ অনেক সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

 

পরিবেশমন্ত্রী হুয়াং রুন ছিউ বলেন, ‘চীনে ২৯.৮ শতাংশ শহরে পিএম-২.৫-এর গড় ঘনত্ব আদর্শ মানদন্ড ছাড়িয়েছে। আঞ্চলিক গুরুতর দূষিত আবহাওয়া মাঝেমধ্যেই দেখা দিচ্ছে। তাই বায়ু পরিবেশ মোকাবিলার কাজ অব্যাহতভাবে জোরদার এবং পানি পরিবেশ উন্নয়নের সাফল্য ধরে রাখতে হবে’।

 

২০২২ সালে প্রাকৃতিক পরিবেশ রক্ষা প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, দিক-নির্দেশনা অনুযায়ী, নানান কাজ জোরদারের পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে এবং আইনানুগভাবে দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। যাতে প্রাকৃতিক পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সার্বিক সবুজায়ন সুনিশ্চিত হয়।

 

হুয়াং রুন ছিউ বলেন, ‘অব্যাহতভাবে দ্বিতীয় দফা কেন্দ্রীয় প্রাকৃতিক পরিবেশ তত্ত্বাবধানের কাজ চালাতে হবে এবং পরিবেশগত সম্পদ সংক্রান্ত অপরাধ দমন করতে হবে।  নীল আকাশ, পরিষ্কার পানি ও জমি রক্ষার লড়াই জোরদার করতে হবে। পাশাপাশি, গুরুতর দূষিত আবহাওয়া নির্মূলসহ ৮টি গুরুত্বপূর্ণ লড়াইয়ে জয়ী হতে হবে এবং সলিড বর্জ্য ও নতুন দূষণকারী বর্জ্য মোকাবিলার কাজ জোরদার করতে হবে’।

 

 উপরোক্ত ৮টি লড়াইয়ের মধ্য রয়েছে, অক্সিজেন-৩ প্রতিরোধ ও মোকাবিলা, ডিজেল-চালিত মালবাহী গাড়ির দূষণ মোকাবিলা, শহরে দূষিত পানি মোকাবিলা, ইয়াং চি নদীর পরিবেশ রক্ষা ও সংশোধন, ইয়েলো নদীর পরিবেশ মোকাবিলা, গুরুত্বপূর্ণ সমুদ্রে মিশ্র মোকাবিলা এবং কৃষি ও গ্রামে ধূষণ মোকাবিলা করা।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালে চীন অব্যাহতভাবে স্থানীয় ও প্রাতিষ্ঠানিক পরিবেশ সুরক্ষার দায়িত্ব জোরদার করবে, প্রাকৃতিক পরিবেশের ক্ষতিকর পরিশোধন ব্যবস্থা সুবিন্যস্ত করবে, প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে গণকল্যাণ মামলা জোরদার করবে, সামুদ্রিক পরিবেশ রক্ষার আইন প্রণয়ন এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন আইনসহ নানা আইন প্রণয়ন বেগবান করবে।


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সময় ফুরিয়ে এল। অনুষ্ঠান কেমন লাগল? যদি ভালো লেগে থাকে অথবা মতামত থাকে, তাহলে আমাদের ইমেইল পাঠাতে ভুলবেন না। আমার ইমেইল ঠিকানা wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন। চাই চিয়ান।

  

রুবি/এনাম