এপ্রিল ২৯: সম্প্রতি পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের লিয়ানইউনকাং শহরের উপকূল বরাবর ৫ হাজারেরও বেশি জাহাজ মাছ ধরা বন্ধ করে বন্দরে ফিরে এসেছে।
পয়লা মে দুপুর ১২টা থেকে চীনের নিকটবর্তী সমুদ্র অঞ্চলে সার্বিকভাবে মাছ ধরা স্থগিত করা হয়।
গ্রীষ্মকালে মাছ ধরা স্থগিত রাখার সিদ্ধান্ত হল মত্স্যসম্পদ রক্ষার জন্য চীনা মত্স্য প্রশাসনিক বিভাগের একটি ব্যবস্থা।
(স্বর্ণা/আলিম/হাইমান)