এপ্রিল ২৮: ৩৫ বছর বয়সী রুয়ান সি ইউয়ে হলেন রুয়ান স্টাইলের লাউ খোদাই শিল্পের চতুর্থ প্রজন্মের শিল্পী। তিনি উত্তর-পশ্চিম চীনের লানচৌ শহরে থাকেন। তাঁর হাতে কিছুক্ষণের মধ্যে একজন চা-শ্রমিকের ছবি লাউয়ের ওপরে ফুটে উঠতে পারে।
লাউ খোদাই করার কারুশিল্প চীনের এক ঐতিহ্যবাহী লোকশিল্প। রুয়ান পরিবারের প্রচেষ্টায় এ কারুশিল্প প্রজন্মের পর প্রজন্ম টিকে আছে।
চতুর্থ প্রজন্মের কারিগর রুয়ান সি ইউয়ে ঐতিহ্যবাহী শিল্পে নতুন রং যোগ করেছেন। তা ছাড়া, খোদাইয়ের সময় তিনি যুবক-যুবতীদের পছন্দের বিষয় বেছে নিয়ে তাদের আকর্ষণ করতে সক্ষম হন। তা ছাড়া, তিনি লাউ খোদাই সংক্রান্ত কোর্সও চালু করেছেন। যারা এ বিষয় আগ্রহী তারাও শিখতে পারেন।
(ইয়াং/আলিম/হাইমান)