এপ্রিল ২৮: ৬টা, ৭টা, ৮টা...পরের দিন সকাল পর্যন্ত, ২৪ ঘন্টার মধ্যে, চীনের সকল জীবন এক এক করে জেগে ওঠে। মহামারী প্রতিরোধক কর্মী ‘তাপাই’, বাস ড্রাইভার, টেকওয়ে ডেলিভারি কর্মী, নাস্তা পরিসেবা দানকারী রেস্তোরার মালিক, পুলিশ অফিসার, নির্মাণ শ্রমিক, শেয়ার্ড সাইকেল পোর্টার, ট্যাক্সি ড্রাইভার, কৃষক, সাহিত্যিক ও শিল্পকর্মী, শিক্ষক, উপস্থাপক, সবাই সকাল ৬টা থেকে পরের দিন ৫টা পর্যন্ত বিভিন্ন সময়ে ব্যস্ত থাকেন। এমন ব্যস্ত থাকা প্রত্যেক সাধারণ মানুষ নিজেদের হাতে অসাধারণ প্রতিদিন সৃষ্টি করছেন।
(ইয়াং/আলিম/হাইমান)