মূল্য নয়
2022-04-28 15:40:38

 

আজকের অনুষ্ঠানে চীনের একটি বিশেষ সংগীতদলের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম মেং ফেই ছুয়ান, এর অর্থ ‘স্বপ্নে মহাকাশযান দেখা’। দলের নামের মত তাদের গান কল্পনাপূর্ণ ও অ্যাভান্ট-গার্ড (avant-garde)। প্রায় ২০ বছর আগে প্রকাশিত হলেও তাদের গানগুলো এখনও জনপ্রিয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন ইয়াং খুনের দারুণ জনপ্রিয় একটি গান ‘ভালোবাসা’।গান ১

 

সংগীতদল মেং ফেই ছুয়ান ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য হল লিন ছি ইয়ু, সু চি ছেং ও লিউ রুই ছোং, তারা সিঙ্গাপুরের চীনা মানুষ। সংগীত সম্পর্কে একই দৃষ্টিভঙ্গি থাকায় তারা এই সংগীত দল গঠন করে। তাদের ধারণায় সংগীত কল্পনাপূর্ণ হওয়া উচিত, ঠিক যেমন বিজ্ঞান কথাসাহিত্য, তাই তারা সংগীতদল ‘মেং ফেই ছুয়ান’ বা ‘স্বপ্নে মহাকাশযান দেখা’ নাম দেয়। ১৯৯৯ সালে মেং ফেই ছুয়ান তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের সব গান তারা নিজেরা রচনা করেছেন। বন্ধুরা, এখন আমরা এই অ্যালবামে মেং ফেই ছুয়ানের একটি সুন্দর গান ‘দক্ষিণ গোলার্ধ ও উত্তর গোলার্ধ’ শুনব।গান ২

 

মেং ফেই ছুয়ানের প্রথম অ্যালবাম সবাইকে সংগীতের একটি নতুন সম্ভাবনা দেখিয়েছে। তারা সংগীতের মাধ্যমে তাদের রোমান্টিক বা অদ্ভুত কল্পনা প্রকাশ করেন। তাদের গান যেন মহাকাশযান করে মহাকাশে দৃশ্য দেখার মতো। বন্ধুরা, এখন আমরা সেই অ্যালবাম থেকে তাদের আরেকটি সুন্দর গান ’৫০ বছর আগের একটি রাত’ শুনবো। গানে একটি রোমান্টিক প্রেমের গল্প বলা হয়েছে। প্রধান চরিত্র একটি টাইম মেশিনে করে অতীতে ফিরে প্রিয় মানুষকে দেখতে গেছে আর তাকে একটি প্রেমের গান শুনিয়েছে। বন্ধুরা, এখন এই অদ্ভুত গান ‘৫০ বছর আগের একটি রাত’ শুনুন।গান ৩

 

২০০০ সালে মেং ফেই ছুয়ানের দ্বিতীয় অ্যালবাম মুক্তি পায়। তাদের সংগীত কোম্পানি এই অ্যালবাম খুব একটা প্রচার করে নি, তবে সুন্দর গানের জন্য সংগীত রেডিও ও টিভি অনুষ্ঠান তাদের গান সুপারিশ করেছে। দ্রুত অ্যালবামটি অনেক জনপ্রিয় হয়ে ওঠে। অ্যালবামের বিশেষ গান ‘মূল্য নয়’। এটা একটি কোমল প্রেমের গান। গানে সংগীতদলের ৩জন সদস্যের খুব প্রীতিকর কণ্ঠ সংমিশ্রণ প্রদর্শন করা হয়, যা তাদের গানকে অনেক বৈশিষ্ট্যময় করেছে। গানটি পরে তাদের প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয় এবং এখন পর্যন্ত অনেক জনপ্রিয়। বন্ধুরা, এখন মেং ফেই ছুয়ানের গান ‘মূল্য নয়’ শুনুন।গান ৪

 

বন্ধুরা, মেং ফেই ছুয়ানের গান ‘মূল্য নয়’ শুনে কেমন লাগলো? এই গানে ৩জন সদস্যের প্রীতিকর কণ্ঠের মিশ্রণের বৈশিষ্ট্য রয়েছে। তা ছাড়া তাদের গানে জ্যাজ, পপ সংগীতের উপাদান মিশেছে। সেই সময়ে চীনা সংগীত মহলে এমন সংগীতশৈলী ছিল অনন্য। এটাও তাদের গান জনপ্রিয় হওয়ার কারণ। বন্ধুরা, এখন আমরা মেং ফেই ছুয়ানের আরেকটি একটি বেশ জনপ্রিয় গান ‘তারা’ শুনবো।গান ৫

 

২০০১ সালে মেং ফেই ছুয়ান তাদের তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের গানগুলো তাদের বৈশিষ্ট্যময় শৈলী বজায় রেখেছে এবং অনেক জনপ্রিয়তা পেয়েছে। বন্ধুরা, এবার আমরা শুনবো এই অ্যালবামে তাদের একটি সুন্দর ইংরেজি গান ‘Should I Stay’।গান ৬

 

মেং ফেই ছুয়ান জনপ্রিয় হলেও সংগীতদলের সদস্য লিন ছি ইয়ু গায়কের চেয়ে সংগীত প্রযোজকের কাজ আরো বেশি করতে চান। তাই প্রতিষ্ঠার মাত্র ৬ বছর পর মেং ফেই ছুয়ান ভেঙ্গে যায়। এরপর লিন ছি ইয়ু একজন বিখ্যাত প্রযোজক হন, অন্যান্য গায়কের জন্য অনেক জনপ্রিয় গান রচনা করেছেন তিনি। অন্য দুই সদস্যও প্রযোজকের কাজ করেছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে মেং ফেই ছুয়ানের আরেকটি সুন্দর গান ‘ভালোবাসা কীভাবে শেষ’ শুনবো, আশা করি আপনারা তাদের গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এএখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।