ইয়াং ইয়ু ইং
2022-04-27 14:22:37

ইয়াং ইয়ু ইং ১৯৭১ সালের ১১ মে চীনের চিয়াংসি প্রদেশের নান ছাং শহরের শি কাং থানায় জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন গায়িকা, উপস্থাপিকা ও সঙ্গীত প্রযোজক। তিনি ইয়ু জাং নর্মাল ইউনিভার্সিটি থেকে স্নাতক হন।

পাঁচ বছর বয়সে ইয়াং ইয়ু ইং কিন্ডারগার্টেনে প্রথমবারের মতো সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। তিনি একটি গান গেয়ে প্রথম পুরস্কার জিতেন। তাঁর মা মেয়ে’র সঙ্গীত প্রতিভার ওপর মনোযোগ দিয়ে তাঁকে শিশুদের ভোকাল ক্লাসে পাঠিয়ে দেন।

 

১৯৭৭ সালে ইয়াং ইয়ু ইং মঞ্চে পরিবেশনা শুরু করেন। ১৯৮৫ সালে তিনি সিসিটিভি’র একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেন। ১৯৮৬ সালে তিনি ইয়ু জাং নর্মাল ইউনিভার্সিটিতে প্রবেশ করে  পেশাদার পদ্ধতিগত সঙ্গীত অধ্যয়ন করেন। স্নাতক হবার পর তিনি চিয়াংসি প্রদেশের গান ও নাচ দলে প্রবেশ করে অর্থোডক্স বাদ্যযন্ত্র নাটকের সঙ্গে যোগাযোগ করেন। ১৯৮৯ সালে তিনি চিয়াংসি প্রদেশের গান ও নাচ দলের শিক্ষকের সঙ্গে কুয়াংচৌতে ক্যারিয়া উন্নয়ন করতে যান। ১৯৯০ সালে তিনি প্রথম একক অ্যালবাম “আমাকে কত বেশি ভালোবাসো” প্রকাশ করেন। যদিও অ্যালবামে তিনি তাইওয়ান গায়িকা হান পাও ই’র গানের কাভার সংস্করণ করেন, তবুও অ্যালবামের বিক্রির পরিমাণ ১.৮ লাখ ছিল। ফলে তিনি দক্ষিণ চীনের রেকর্ড বাজারে নাম করেন।

 

১৯৯০ সালের অক্টোবরে ইয়াং ইয়ু ইং আনুষ্ঠানিকভাবে কুয়াংচৌ সিন শি তাই অডিও ও ভিডিও কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে চীনের মূল-ভূভাগের প্রথম প্রজন্মের স্বারক্ষরিত গায়ক-গায়িকার অন্যতমে পরিণত হন। চুক্তি স্বাক্ষর করার পরই গায়ক মাও নিংও এ কোম্পানিতে যোগ দেন। দু’জনের সহযোগিতার গান “দ্য রেইন অব সোল” তখন অনেক অনেক জনপ্রিয় ছিল। 

 

‘দেখো, নীল আকাশ’ ১৯৯৫ সালে ইয়াং ইয়ু ইং প্রকাশিত “তোমার জন্য” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত একটি গান। এটি একটি অনুপ্রেরণামূলক গান। গানের মধ্য দিয়ে এক ধরনের তথ্য প্রকাশিত হয়েছে, সেটা হলো বর্তমান পরিস্থিতি যত খারাপই হোক, তা সক্রিয়ভাবে মোকাবিলা করতে হয়। বিশ্বাস করা যায়, নীল আকাশ অদূরে থাকে। গানের মধ্য দিয়ে দর্শকরা উপলব্ধি করেছেন, ইয়াং ইয়ু ইং শুধু মিষ্টি গান গাইতে পারেন, তা নয়, এ রকম কঠিন গানও গাইতে পারেন তিনি। 

 

“তোমার জন্য ১০ হাজার বছর অপেক্ষা করবো” ১৯৯৩ সালের ১ ফেব্রুয়ারি ইয়াং ইয়ু ইং প্রকাশিত একই নামের অ্যালবামের একটি গান। অ্যালবামটি ছিল পপ স্টাইলের এবং এতে মোট ১০টি গান অন্তর্ভুক্ত হয়েছে। গানগুলি ইয়াং ইয়ু ইংয়ের উষ্ণ কণ্ঠস্বরের আকর্ষণীয় শক্তি দেখায়। অ্যালবামের “তারাগুলো তোমায় দেখার জন্য আমার চোখ” নামক গানও খুবই জনপ্রিয় ছিল। 

 

ইয়াং ইয়ু ইংয়ের আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘চা পাহাড় প্রেমের গান’। 

   

(প্রেমা/এনাম)