হাজার বছরের পুরনো তিব্বতি কাগজে লেখা নিমু গ্রামবাসীদের সুখের নতুন অধ্যায়
2022-04-27 19:51:08

এপ্রিল ২৭: চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের লাসা শহরের নিমু জেলায় এমন একটি জাদুকরী কাগজ আছে যা হাজার বছর ধরে রাখলেও পচে যায় না। স্থানীয়রা একে নিমু তিব্বতি কাগজ বলে ডাকে।

নিমু তিব্বতি কাগজ তৈরীর প্রধান কাঁচামাল হল এক ধরনের বিষাক্ত ঘাস। এ দিয়ে তৈরী তিব্বতি কাগজ পোকামাকড় খায় না এবং ইঁদুরে কামড়ায় না। ভাঁজ করলে এতে দাগ পড়ে না এবং জলে রাখলে সেটি ভেজে না। নিমু তিব্বতি কাগজ সবসময়ই পোতালা প্রাসাদের বিশেষ কাগজ। ২০০৬ সালে নিমু তিব্বতি কাগজের কারুশিল্পকে চীনের জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য তালিকার প্রথম ব্যাচে অন্তর্ভুক্ত করা হয়।

৭২ বছর বয়সী সেরিং দোর্জে ১৪ বয়স থেকে তার বাবার সাথে এ কাগজ তৈরী করতে শুরু করেন। তার দুর্দান্ত দক্ষতার কারণে তিনি জাতীয় উত্তরাধিকারী হন। তিনি এবং তার দুই ছেলে বর্তমানে নিমু কাগজের কারুকার্যের অবশিস্ট উত্তরাধিকারী।

সাম্প্রতিক বছরগুলোতে নিমু জেলার স্থানীয় সরকার তিব্বতি কাগজ তৈরীর প্রযুক্তিকে রক্ষাকাজ শক্তিশালী করেছে এবং এ ঐতিহ্যের সাহায্যে স্থানীয় গ্রামবাসীদের কর্মসংস্থান ও আয় বাড়িয়েছে।

২০১৬ সালে নিমু জেলার তারং উপজেলায় ১২ জন কৃষক ও পশুপালক একটি সমবায় সমিতি গঠন করে। এদের মধ্যে বেশ কয়েকজন দরিদ্র পরিবার থেকে আসা বা প্রতিবন্ধী। তাদের উত্পাদিত ১টি নিমু কাগজের দাম ৫০ ইউয়ান। ২০২১ সালে সমবায়ের বার্ষিক মুনাফা ৫ লাখ ইউয়ান হয়েছে। হাজার বছরের পুরনো তিব্বতি কাগজ গ্রামবাসীদের আনন্দের একটি নতুন অধ্যায় রচনা করেছে। (ইয়াং/আলিম/হাইমান)