‘ভালোবাসাই শুধু একটি অক্ষর’
2022-04-27 10:51:29

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং সিন চ্য-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

চাং সিন চ্য, ১৯৬৭ সালের ২৬ মার্চ চীনের তাইওয়ান প্রদেশের ইয়ুন লিন জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের তাইওয়ানের বিখ্যাত পপ সংগীতের গায়ক ও অভিনেতা।

 

চাং সিন চ্য একটি ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সংগীত সম্বন্ধে তার অনেক আগ্রহ ছিল। তিন/চার বছর বয়স থেকেই চাং সিন চ্য গান গাইতে পারতেন!

 

উচ্চ বিদ্যালয়ে চাং সিন চ্য-এর স্কুলের শিক্ষার পরিবেশ বেশ উন্মুক্ত ছিল। স্কুলটি ছাত্রছাত্রীদের প্রচুর স্বাধীনতা দিত। এর ফলে চাং সিন চ্য শিল্প বিষয়ে অনেক কিছু জানতে পারেন।

 

বন্ধুরা, এখন শুনুন চাং সিন চ্য-এর কণ্ঠে ‘ভালোবাসাই শুধু একটি অক্ষর’ গানটি। গানের কথাগুলো এমন: আকাশের কালো মেঘ পরিষ্কার করি, নীল আকাশ এত সুন্দর। আমি তোমার জন্য পাহাড় পার হয়েছি, তবে পাশের দৃশ্য দেখার সময়ও নেই। আমি তোমায় মনে করি; প্রত্যেক মুহূর্তের নতুন স্বপ্ন থাকে। আশা করি তোমাকে ভুলে যাই নি, আমি চিরদিন তোমাকে রক্ষা করি। ভালোবাসা শুধু একটি অক্ষর, আমি শুধু একবার বলেছি। তুমি জানো, আমি আচরণ দিয়ে তা প্রমাণ করবো।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন চাং সিন চ্য-এর গান ‘তোমাকে ভালোবাসায় কোনো দোষ নেই’। গানের কথায় বলা হয়, আমি সহজেই ভালোবাসার কথা বলতে পারি না। একজনকে ভালোবাসা, আমাদের ভুল নেই। শুধুই ভিন্ন পথে এগিয়ে যাচ্ছি। যদি আজ থেকে আর তোমার হাত ধরতে না পারি, তাহলে আমাকে আরেক মিনিট কোলে নাও। একজন ভালোবাসায়, আমাদের কোনও ভুল নেই।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

বন্ধুরা, এখন শুনুন চাং সিন চ্য-এর গান ‘চাঁদের সাদা আলো’। গানের কথাগুলো এমন: চাঁদের সাদা আলো, হৃদয়ের কোনো এক স্থানে, এত উজ্জ্বল, তবুও এত ঠান্ডা। প্রত্যেকের কিছু দুঃখের গল্প আছে। লুকিয়ে রাখতে চাই, তবুও সবাই বুঝে। চাঁদের সাদা আলো, আকাশের দুই পাশে, হৃদয়ে, তবে কাছে নয়। তুমি হলে আমার ক্ষত, ভুলে যেতে চাই, তবুও বার বার মনে আসে।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চাং সিন চ্য-এর গান ‘তোমাকে ভালোবাসতে চাই’। গানের কথায় বলা হয়, এই শহরে বাতাস ইচ্ছা মতো চলতে পারে না। ভিরের রাস্তায়, আমি একাই হাঁটছি। তুমি আমাকে কত ভালোবাসো, যথেষ্ট কি না? চলে যাবে কি না? আমি তোমাকে ভালোবাসতে চাই, তবুও তুমি আমার নয়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং সি চ্য-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)