‘অ্যানি’
2022-04-27 10:49:40

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং চিয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ওয়াং চিয়ে, তার আসল নাম ওয়াং তা উই। তিনি হলেন চীনের সংগীত মহলের বিখ্যাত গায়ক, অভিনেতা এবং সংগীত প্রযোজক। ১৯৬২ সালের ২০ অক্টোবর চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন তিনি। ৩ বছর বয়সে তিনি বাবা মা’র সঙ্গে হংকংয়ে যান।  ছোটবেলা থেকেই তিনি চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন।

 

সংগীতের ক্ষেত্রে ওয়াং চিয়ে খুব উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। ১৯৮৭ সালের ডিসেম্বর মাসে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। তার সংগীত জীবনে ৮০ টিরও বেশি অ্যালবাম প্রকাশিত হয়। বলা যায়, ওয়াং চিয়ে খুব উচ্চ প্রতিভাবান গায়ক।

 

ওয়াং চিয়ে’র বাবা মা দু’জনই চীনের হংকং-এর বিখ্যাত এবং বড় চলচ্চিত্র কোম্পানি ‘শাওসি’-এর অভিনেতা। বলা যায়, ওয়াং চিয়ে ‘শাওসি’ কোম্পানির চলচ্চিত্র ঘাঁটিতে বড় হয়েছেন। ওয়াং চিয়ে তিন বছর বয়সেই ‘শাওসি’-এর এক চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। এ ছাড়া তিনি বাবা’র সঙ্গে একই চলচ্চিত্রে অভিনয় করেন।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং চিয়ে’র গান ‘অ্যানি’। গানের কথাগুলো এমন: আমি ভাগ্যের সঙ্গে লড়াই করতে পারি না, শুধুই ভালোবাসার নদীতে ভেসে যাই। ভুলে যেও না, আমাদের প্রতিশ্রুতি। গভীর রাতে অশ্রু আছে, মনে অসীম ব্যথা- তুমি কোথায়। অ্যানি, অ্যানি, তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো। অ্যানি, অ্যানি, তোমাকে ভুলে যাবো না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ওয়াং চিয়ে’র গান ‘রোম্যান্টিক না হওয়ার অপরাধ’। গানের কথায় বলা হয়, ফুল ছাড়া কি এই রোম্যান্টিক পরিবেশ নষ্ট হবে? আগুন থাকলে কি উষ্ণ লাগে? ভালোবাসা যেন নাটকের মত অসত্য, সব কিছু অপেরার মত সুন্দর করে সাজানো, যদি আমাদের আলিঙ্গনও নাটকের মত হয়। তুমি বলো, আমি তোমাকে খুশি করাতে পারবো না। আমি সুন্দর কথা বলতে পারি না। কেন রোম্যান্টিক না হওয়া অপরাধ?

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ওয়াং চিয়ে’র গান ‘সারা জীবন অবরুদ্ধ করা’। গানের কথাগুলো এমন: নিজেকে অর্ধেক জীবন অবরুদ্ধ করেছি। কারণ শুধু তুমি, তোমাকে একবার ভালোবাসলেও একবার ক্ষতি হয়। এত বেশি ভালোবাসা ও ঘৃণা, এবং অমর আস্থা।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং চিয়ে-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)