২৬ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব মেধাস্বত্ব দিবস। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য হল ‘মেধাস্বত্ব ও যুবক: উদ্ভাবন করুন এবং ভবিষ্যত গড়ুন’।
যুবকদের উদ্যোগে উদ্ভাবন ও আবিষ্কার উদযাপন এবং তাদের বুদ্ধি, শাক্তি, ও সৃজনশীলতাকে উত্সাহ দিয়ে আরও সুন্দর ভবিষ্যত তৈরি করা সম্ভব।
গেল কয়েক বছরে করোনা মহামারি মানুষের জীবনের ওপর গুরুতর প্রভাব ফেলেছে। আরব বিশ্ব মেধাস্বত্ব সংস্থা প্রকশাতি প্রতিবেদনে মহামারির মুখে উদ্ভাবন জোরদার করে নতুন চাহিদা পূরণের কথা বলা হয়েছে। কারন এ সময় করোনা টেস্ট, ও মহামারি প্রতিরোধসহ নানা সেবার চাহিদা বাড়ছে।
চীনের যুবকরা এ নতুন চ্যালেঞ্জের মুখে কী কী উদ্ভাবন করেছেন? আজকের অনুষ্ঠানে আমরা একটু খতিয়ে দেখবো।